মালগাড়ি বেলাইন,ট্রেন চলাচল বিঘ্নিত |
অন্ডাল স্টেশনের কাছে মালগাড়ির তিনটি বগি বেলাইন হওয়ার জেরে বিঘ্নিত পূর্ব রেলের আসানসোল শাখার ট্রেন চলাচল। আসানসোল-ইন্টারসিটি এক্সপ্রেস ও হাওড়া-ধানবাদ ডবলডেকার ট্রেন-সহ আসানসোল-বর্ধমানগামী পাঁচটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রিরা। বেশ কিছু ক্ষণ পরে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করা হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক হয়নি।
|
আরামবাগের কাবলেতে পুলিশ ফাঁড়ির কাছে একটি কাপড়ের দোকানে আজ ভয়াবহ ডাকাতি হয়। আজ ভোররাতে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী-সহ নগদ ৫০ হাজার টাকা লুঠ করে ডাকাত দল। বেশ কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল দিল্লি |
দিল্লি ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে ফাঁসির দাবি নিয়ে বেনজির বিক্ষোভে সামিল সারা দিল্লি। আজও রাষ্ট্রপতি ভবন ও ইন্ডিয়া গেটের সামনে সাধারণ মানুষের বিশাল জমায়েত হয়েছে। রাষ্ট্রপতি ভবনের সামনে ব্যারিকেড ভেঙে এগোনোর সময় জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বাঁধে। এলাকায় দিল্লি পুলিশ কমিশনার নীরজ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দশ জনপথের সামনেও। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। জনতাও পুলিশের উদ্দেশ্যে পাল্টা ইটবৃষ্টি করে। ব্যাপক লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। উত্তেজনা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে কয়েকজন বিক্ষোভকারীকে। এত কিছুর মধ্যেও শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রক। |