কলকাতা-কাঠমান্ডু উড়ান ইন্ডিগোর |
আগামী জুন-জুলাইয়ে কলকাতা থেকে কাঠমান্ডুর উড়ান চালু করবে ইন্ডিগো। সপ্তাহে সাত দিনই ওই উড়ান চলবে বলে শুক্রবার কলকাতায় জানান সংস্থার প্রেসিডেন্ট আদিত্য ঘোষ। একই সময়ে সিঙ্গাপুর উড়ানও চালু করতে চায় ইন্ডিগো। এখন এয়ার ইন্ডিয়া সপ্তাহে চার দিন কলকাতা-কাঠমান্ডু উড়ান চালায়। আদিত্যবাবু বলেন, “কলকাতা থেকে এখন রোজ কাঠমান্ডুর উড়ান নেই। আর যে-সব সংস্থা সিঙ্গাপুর রুটে উড়ান চালায়, তাদের টিকিটের দাম বেশি।” এ দিন কলকাতা থেকে প্রথম আন্তর্জাতিক উড়ান চালু করল ইন্ডিগো। রাত ৯টা ৪০ মিনিটে কলকাতা থেকে ব্যাঙ্কক উড়ে যায় তাদের উড়ান।
|
হলদিয়ায় বেঙ্গল লিড্স ১৫ই থেকে |
হলদিয়ায় বেঙ্গল লিড্স সম্মেলনের দিন বদল করল রাজ্য। ১৫ জানুয়ারি শুরু হয়ে তা চলবে ১৭ই পর্যন্ত। আগে ১৭ই সম্মেলন শুরুর কথা ছিল। উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য শিল্প-নিগম ও হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ ভাবে এর আয়োজক। শুক্রবার শিল্পোন্নয়ন নিগমের কোর কমিটির বৈঠকে বণিকসভাগুলির সঙ্গে আলোচনার পরই নতুন দিন ঠিক হয় বলে জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, রাজ্য ছাড়াও দেশ ও বিদেশের বিভিন্ন বণিকসভাকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সিঙ্গাপুর চেম্বার অফ কমার্স ইতিমধ্যেই আসার ব্যাপারে সম্মতি জানিয়েছে বলে দাবি পার্থবাবুর।
|
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ‘গ্রামশ্রী শিল্পমেলা’ হবে ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের ওই মেলায় বাংলাদেশের স্টল থাকবে বলে শুক্রবার জানানো হয়েছে।
|
দেবদাস সেন প্রাইসওয়াটারহাউস কুপার্স ইন্ডিয়ার পূর্বাঞ্চলের নতুন ম্যানেজিং পার্টনার নিযুক্ত হয়েছেন। অম্বরীশ দাশগুপ্তের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে দেবদাসবাবু সংস্থাটির এগ্জিকিউটিভ ডিরেক্টর ছিলেন।
সিদ্ধার্থ রায় বর্মন খাদিম ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
এ এন সিংহ ২০১২-’১৩-এর জন্য ইন্ডিয়ান টি অ্যাসোয়িসেশনের নতুন চেয়ারম্যান হয়েছেন। অশোক কুমার ভার্গব ও আজম মোনেম যথাক্রমে ভাইস চেয়ারম্যান ও অ্যাডিশনাল ভাইস চেয়ারম্যান হয়েছেন।
|