নিরাপত্তা পরিষদ থেকে অবসর |
ভবিষ্যতে স্থায়ী সদস্য হিসেবে ফিরে আসার আশা নিয়েই ডিসেম্বরের শেষে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ থেকে অবসর নিচ্ছে ভারত। টানা ১৯ বছর নিরাপত্তা পরিষদে ভারতের অবস্থান ছিল আর পাঁচটা পর্যবেক্ষক রাষ্ট্রের মতোই। ২০১১-য় বিপুল ভোটে জয়ী হয়ে পরিষদের অস্থায়ী সদস্য হয় ভারত।
|
মালালা ইউসুফজাই চায় না, তাঁর নামে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান হোক পাকিস্তানে। তার আশঙ্কা, এতে সেই স্কুলের উপরেও হামলা হতে পারে। শুক্রবার লন্ডন থেকে মালালা টেলিফোনে পাক পদাধিকারীকে এ কথা জানিয়েছে। মেয়েদের শিক্ষার উপরে ফতোয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় গুলি করা হয়েছিল মালালাকে।
|
২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে বিপর্যস্ত গোটা ব্রিটেন। সারা দেশের অন্তত ৪০০টি জায়গায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা। বাঁধ ভাঙার মতো পরিস্থিতি হওয়ায় ওয়েলিংটন, হ্যাম্পশায়ার থেকে শুরু হয়েছে বাসিন্দাদের সরানোর প্রক্রিয়াও। গাড়িতে আটকে পড়েছিলেন যাঁরা, তাঁদের উদ্ধার করতেও অভিযান চালান ত্রাণকর্মীরা। |