মারা গেলেন প্রখ্যাত প্রযোজক ও পরিচালক যিশু দাশগুপ্ত। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন তিনি। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। রূপোলি জগতের এই প্রবাদপুরুষ জন্ম দিয়েছেন অনেক তারকার। কর্মজীবন শুরু করেছিলেন চিত্রগ্রাহক হিসাবে। তারপর ধারাবাহিক প্রযোজনা ও পরিচালনার কাজে আসেন। ‘তিথির অতিথি’, ‘কুয়াশা যখন’, ‘উত্সবের রাত্রি’, ‘চুনী-পান্না’ থেকে ‘শিশিরের শব্দ’ জন্ম দিয়েছেন একাধিক মেগা সিরিয়ালের। প্রয়োজনার পাশাপাশি ‘আদালত ও একটি মেয়ে’ ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। তাঁর প্রয়াণে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন সব্যসাচী চক্রবর্তী, ঋতুপর্ণ ঘোষ, ইন্দ্রানী হালদার, গার্গী রায়চৌধুরী, পাওলি দাম-সহ একাধিক কলাকুশলী। কেওড়াতলা মহাশ্মশানে আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
|
দিল্লি গণধর্ষণকাণ্ডে ধৃত আরও ১ |
দিল্লি গণধর্ষণকাণ্ডে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আজ সকালে উত্তরপ্রদেশের বেরিলি ও বরায়ু থেকে আটক করা হয় দু’জনকে। এদের মধ্যে ধর্ষণকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরায়ুর রাজুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ কমিশনার নীরজ শর্মা। রবিবার রাতে চলন্ত বাসের মধ্যে কলেজ-ছাত্রীকে ধর্ষণের ৪৮ ঘন্টার মধ্যে ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। যাদের মধ্যে ছিল বাসচালক রাম সিংহ, রাম সিংহের ভাই মুকেশ, জিম ইনস্ট্রাকটর বিনয় শর্মা ও ফলবিক্রেতা পবন গুপ্ত। আরও দুই অভিযুক্ত অক্ষয় ও রাজুকে খুঁজতে বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থানে চিরুনী তল্লাশি চালাচ্ছিল পুলিশ। রাজুকে গ্রেফতার করা হলেও ষষ্ঠ জনের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ। এদিকে ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভে সামিল হয়েছেন অগণিত মানুষ। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সামনে চলছে বিক্ষোভ। কথা বলতে না পারলেও আকারে ইঙ্গিতে ধর্ষণকারীদের ফাঁসি চেয়েছেন ধর্ষিতা তরুণী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন লক্ষ্ণৌ ও ভোপালের মানুষেরাও। |