|
|
|
|
কিষান ক্রেডিট কার্ড বিলিতে পিছিয়ে পূর্ব |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কিষান ক্রেডিট কার্ড বিলির লক্ষ্যমাত্রার অর্ধেকও ছুঁতে পারল না পূর্ব মেদিনীপুর জেলা।
চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় ১ লক্ষ ৫০ হাজার কিষান কার্ড বিলির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু গত ৮ মাসে মাত্র ৩৯ হাজার ৬৯৭ জনকে কিষান কার্ড দেওয়া হয়েছে বলে দফতর সূত্রে খবর। অর্থাৎ আর্থিক বছরের বেশির ভাগ সময় কেটে গেলেও লক্ষ্যমাত্রার অর্ধেক কিষান ক্রেডিট কার্ড বিলিই হয়নি। ফলে অল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন জেলার কৃষকরা।
কৃষি কাজের সুবিধার্থে অল্প সুদে ঋণ পাওয়ার জন্য কৃষকদের ব্যঙ্কের মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড দেওয়া হয়। এই কার্ড থাকলে কৃষকরা ব্যাঙ্ক থেকে বার্ষিক ৪-৮ শতাংশ সুদে ঋণ পেতে পারেন। পূর্ব মেদিনীপুরে চলতি আর্থিক বছরে ১ লক্ষ ৫০ হাজার কিষান ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। গত এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত৮ মাসে ওই কার্ড পাওয়ার জন্য জেলায় মোট ২ লক্ষ ২৮ হাজার আবেদনপত্র দেওয়া হয়েছিল। জমা পড়া আবেদনপত্র খতিয়ে দেখে ৬৬ হাজার ৯৮২ জনের আবেদন সুপারিশ করে বিভিন্ন ব্যাঙ্কে পাঠানো হয়। এঁদের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৩৯ হাজার ৬৯৭ জন কিষান ক্রেডিট কার্ড পেয়েছেন। অর্থাৎ ক্রেডিট কার্ড বিলি হয়েছে লক্ষ্যমাত্রার এক চতুর্থাংশ।
চলতি আর্থিক বছর শেষ হতে বাকি আর মাত্র সাড়ে তিন মাস। লক্ষ্যমাত্রা অনুযায়ী এই সময়ের মধ্যে আরও প্রায় ১ লক্ষ ১০ হাজার ক্রেডিট কার্ড বিলি করতে হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিষান ক্রেডিট কার্ড বিলির ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কৃষকদের ঋণ পরিশোধের ক্ষমতা অনুযায়ী ঋণ দিয়ে থাকে। তবে সমবায় ব্যাঙ্কের কৃষি ঋণ আদায় নিয়ে বর্তমান রাজ্য সরকারের ঘোষণায় কৃষকদের অনাদায়ী ঋণ আদায় বিষয়ে সংশয়ে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও। তাই কিষান ক্রেডিট কার্ড বিলির ক্ষেত্রে ব্যাঙ্কগুলি সতর্ক। ফলে বিপুল লক্ষ্যমাত্রা নেওয়া হলেও সেই অনুপাতে কিষান ক্রেডিট কার্ড বিলি হয়নি বলে মানছেন জেলা পরিষদের কর্মকর্তারাও। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, “ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কৃষকদের আগ্রহ থাকলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী তাঁদের কার্ড দেওয়ার ক্ষেত্রে কিছু প্রশাসনিক দুর্বলতা রয়েছে। দ্রুত কৃষকদের ক্রেডিট কার্ড দেওয়ার জন্য ইতিমধ্যে আলোচনা হয়েছে।”
|
|
|
|
|
|