সোনারপুরে লক্ষাধিক টাকার সোনার গয়না এবং নগদ লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোনারপুরের মিলনপল্লি এলাকায়। গত কাল রাতে মিলনপল্লির এক ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেয় ১০ জনের সশস্ত্র ডাকাতের দল। বাড়ির কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢোকে তারা। বাড়ির সদস্যদের বেঁধে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। এই ঘটনায় এখনও আতঙ্কিত এলাকার বাসিন্দারা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
রেলের জাল নিয়োগপত্র-সহ গ্রেফতার ২ |
জাল নিয়োগপত্র নিয়ে রেলের চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার হয়েছে আন্তরাজ্য জালিয়াতি চক্রের দুই সদস্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের সদর দফতরে। অভিযুক্তদের কাছে করণিক বিভাগের দু’টি নিয়োগপত্র ছিল। নিয়োগপত্র দু’টি জাল দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে তাদের গ্রেফতার করে পশ্চিম বন্দর থানার পুলিশ। ঘটনায় দুই অভিযুক্তই ওড়িশার কটকের বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। |
হাসপাতালে ব্যাপক ভাঙচুর, উত্তপ্ত হাওড়ার দাসনগর |
আজ এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার দাসনগরের নেতাজি রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল ও হাসপাতাল সংলগ্ন এলাকা। চিকিত্সায় গাফিলতিতে মৃত্যুর অভিযোগে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা। বেশ কিছু ক্ষণ ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল চত্বর ঘিরে রাখে পুলিশ। কিছু ক্ষণ পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। |