আজকের শিরোনাম
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণ
দিল্লির বসন্তবিহারে চলন্ত বাসে এক ছাত্রীকে গণধর্ষণের পর বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ একটি বেসরকারি বাসে করে ছাত্রীটিকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন তাঁর বন্ধু। সেই সময় ৫ দুষ্কৃতী ওই তরুণীকে বাসের কেবিনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাঁকে মহীপালপুর উড়ালপুলের কাছে ছুঁড়ে ফেলে দেয় ওই দুষ্কৃতীরা, অভিযোগ ছাত্রীটির বন্ধুর। বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে ছাত্রীটিকে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বসন্তবিহার থানার পুলিশ। ওই রুটের সমস্ত সরকারি বাসের চালক ও কনডাক্টরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসের কনডাক্টর ও চালক এই ঘটনায় জড়িতে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণীর বন্ধুকেও। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

দমদমে লখনউগামী বিমানের জরুরি অবতরণ
দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করল ব্যাঙ্কক থেকে লখনউগামী বিমান। জানা গিয়েছে, বিমানের বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে পাইলট দমদমে নামার অনুমতি চেয়ে বার্তা পাঠায় এটিসি-কে। এটিসি সবুজ সঙ্কেত দেওয়ার পরই বিমানটি অবতরণ করে। সব যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।

জাঙ্গিপাড়ায় পথ অবরোধ সিপিএমের
সিপিএমের পার্টি অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির জাঙ্গিপাড়ায়। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, গত রাতে তৃণমূল নেতা ভোলা পালের নেতৃত্বে এক দল সমর্থক পার্টি অফিসে তাণ্ডব চালায়। বাধা দিতে গেলে সিপিএমের বেশ কয়েক জন সমর্থক আহত হন। তাঁরা আরও জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে পার্টি অফিস ও সংলগ্ন স্থানে দলীয় পতাকা খোলার হুমকি দিচ্ছিল ভোলা পাল। পতাকা খুলতে তারা অস্বীকার করায় এই ঘটনা ঘটেছে ওই তৃণমূল নেতার নেতৃত্বে। দোষীদের গ্রেফতার করার দাবিতে আজ নবগ্রামে পথ অবরোধ করে স্থানীয় সিপিএম নেতৃত্ব। এর ফলে জাঙ্গিপাড়া থেকে উদয়নারায়ণপুর পর্যন্ত যান চলাচল আটকে পড়েছে। অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছে সিপিএম সমর্থকরা।

রাজ্যে শীতের গতি মন্থর
আগামী ২ দিনের মধ্যে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই, পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উপর উচ্চচাপ বলয় সক্রিয় থাকার কারণে উত্তুরে হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। তার সঙ্গে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় ঠান্ডার আমেজ উপভোগ করতে পারছেন না রাজ্যবাসী। তবে উচ্চচাপ বলয়টি ধীরে ধীরে দুর্বল হওয়ায় আজ থেকে তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.