প্রয়াগ ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে সুখবর ইস্টবেঙ্গলের কাছে। শনিবার মারগাওয়ে পুণে এফসি’র কাছে অপ্রত্যাশিতভাবে হারল আই লিগে শীর্ষে থাকা ডেম্পো। ৫-১ গোলে কোলাসোর দলকে উড়িয়ে দিলেন ইজুমি, মোগারা। ডেম্পোর এই হারের ফলে লিগ টেবিলে শীর্ষে চলে আসার সুযোগ থাকছে ইস্টবেঙ্গলের। তবে তার জন্য প্রয়াগ ম্যাচে জেতার পাশাপাশি ভেস্তে যাওয়া ডার্বি ম্যাচের তিন পয়েন্টের দিকেও তাকিয়ে থাকতে হবে মর্গ্যানদের। অন্য ম্যাচে পুণেতে মুম্বই এফসি-র কাছে ০-১ গোলে হারল ভাইচুংয়ের সিকিম ইউনাইটেড।
|
শ্রীলঙ্কার বিরুদ্ধে ছ’টেস্টে পাঁচটা সেঞ্চুরি করলেন মাইক হাসি। হোবার্টে প্রথম টেস্টের দ্বিতীয় দিন হাসির অপরাজিত ১১৫ রানের জোরে অস্ট্রেলিয়া ৪৫০-৫ ডিঃ। বৃষ্টিবিঘ্নিত দিনের শেষে ব্যাট করতে নেমে ৮৭-৪ শ্রীলঙ্কা। এ দিকে, এ দিন নিজের উনিশতম টেস্ট সেঞ্চুরিটি করলেন হাসি। শ্রীলঙ্কার বিরুদ্ধে হাসির গড় আপাতত ১০৯.৬২।
|
ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনিরা নাকানিচোবানি খাচ্ছে বলে তোমরা ওদের হালকা ভাবে নিও নাপাক দলকে বলে রাখলেন কোচ ডাভ হোয়াটমোর। “একটা টেস্ট সিরিজের ফল ভাল না হওয়ার মানে এই নয় যে ভারত দুর্বল দল,” বলেছেন তিনি। সঙ্গে ভারতকেও হুমকি দিয়ে রেখেছেন যে, অফস্পিনার সইদ আজমল তাঁদের তুরুপের তাস হতে চলেছেন। ২০১১ বিশ্বকাপ সেমিফাইনালে যিনি দারুণ বল করেছিলেন।
|
শেষ চারে গিয়েও ওয়ার্ল্ড সুপার সিরিজ খেতাবটা অধরাই থেকে গেল সানিয়া নেহওয়ালের। এ দিন সেমিফাইনালে পায়ে সামান্য চোট থাকা সত্ত্বেও প্রথমেই টানা ছয় পয়েন্ট জিতে নেন সাইনা। কিন্তু তাঁর প্রতিপক্ষ, শীর্ষ বাছাই ও অলিম্পিক চ্যাম্পিয়ন, চিনের লি জুয়েরুই লড়াইয়ে ফেরেন গেম ৯-৯ করে। শেষ পর্যন্ত ২০-২২, ২১-৭, ১৩-২১ হেরে যান সাইনা।
|
চব্বিশ ঘণ্টা পিছিয়ে গেল আসন্ন ভারত-পাকিস্তান সিরিজে আমদাবাদে অনুষ্ঠেয় দ্বিতীয় টি-টোয়েন্টি। সূচি অনুযায়ী ম্যাচ ছিল ২৭ ডিসেম্বর। কিন্তু তারিখটা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর মৃত্যুদিন। তাই পাক বোর্ডের অনুরোধে ম্যাচ ২৭-এর বদলে ২৮ ডিসেম্বর করার সিদ্ধান্ত নিল ভারতীয় বোর্ড। এ দিকে, বেঙ্গালুরুর ভারত-পাক প্রথম টি-টোয়েন্টি ভেস্তে দেওয়ার হুমকি উঠল। হুমকিটা শ্রী রাম সেনার। তারা ম্যাচ বাতিলের আবেদন জানিয়েছে কর্নাটক সরকারের কাছে।
|
কবাডিতে বিশ্বসেরার মুকুট জিতে নিল ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ ফাইনালে ভারত ৭২-১২ পয়েন্টে হারায় মালয়েশিয়াকে। চ্যাম্পিয়ন হয়ে ৫১ লক্ষ টাকা পেল ভারতীয় দল।
|
একচল্লিশতম জন্মদিনে জোড়া প্রাপ্তি জীব মিলখা সিংহের। ব্রুনেইয়ে রয়্যাল ট্রফির যুদ্ধে এ দিন তাঁর ম্যাচ বাঁচানো পাট ইউরোপের বিরুদ্ধে লড়াইয়ে রাখল এশিয়াকে। অন্য দিকে, কিংবদন্তি জ্যাক নিকলাস এবং কলিন মন্টগোমেরির সঙ্গে এশিয়া প্যাসিফিক লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার জিতলেন তিনি। |