ফিকি-র সম্মেলনে প্রধানমন্ত্রী |
আজ নয়াদিল্লিতে ফিকি-র সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশের উন্নয়ন নিয়ে সরকার ইতিমধ্যে কী কী পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতে নিতে চলেছে, তারই বিস্তারিত উল্লেখ করেন তিনি এই সম্মেলনে। প্রধানমন্ত্রী জানিয়েছেন—
• দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের আর্থিক ঘাটতি কমানোর চেষ্টা করা হচ্ছে
• নজর দেওয়া হচ্ছে মানব সম্পদ উন্নয়নে
• কৃষি, শিল্প, পরিকাঠামো-সহ ব্যাঙ্কিং-এরও উন্নয়ন
• মুদ্রাস্ফীতি ও দারিদ্র দূরীকরণ
• গ্রামীণ এলাকার উন্নয়নে বিশেষ গুরুত্ব
• গরিব মানুষের উন্নয়নের লক্ষ্যে নগদ ভর্তুকি প্রদান
• আর্থিক বৃদ্ধির দিকে বিশেষ নজর
• দেশে বিনিয়োগ বৃদ্ধি
আবার কোন কোন বিষয়ে ইতিমধ্যে কেন্দ্র ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কে তিনি জানিয়েছেন, পরিকাঠামো প্রকল্পে ছাড় দেওয়ার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জমি অধিগ্রহণে স্বচ্ছতা আনতে নিয়ে আসা হয়েছে জমি বিল। আর্থিক বৃদ্ধি বাড়াতে দেশে ছাড়পত্র পেয়েছে এফডিআই। তিনি আরও জানান, বিশ্বজুড়ে আর্থিক মন্দা চলছে। ইউরোপ ও চিনের আর্থিক স্থিতিশীলতায় তার প্রভাব পড়েছে। তবে, এই পরিস্থিতি যথেষ্ট মুনশিয়ানার সঙ্গে সামাল দিয়েছে ভারত। শুধু তাই নয়, বিভিন্ন দেশকে আর্থিক সহযোগিতাও করছে মনমোহন সরকার। |