দলে তাঁর বিরোধী গোষ্ঠীর সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক তৈরি হলেও তিনি যে তৃণমূলের প্রতি একান্ত অনুগত, তা স্পষ্ট করে দিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আশুতোষ হলে শুক্রবার সাউথ ইস্টার্ন রেলওয়েজ মেনস তৃণমূল ইউনিয়নের এক সভায় সরকার পক্ষের মুখ্য সচেতক বলেন, “আদর্শের জন্য দল করছি। কোনও কারণে ঝগড়া হতেই পারে। কিন্তু সামান্য ঝগড়া হলেই দল ছাড়ব? আদর্শগত ভাবে যাঁরা দল করেন না, তাঁরাই দল ছাড়েন।” কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের কর্মী সংগঠনের এক নেতার হাতে নিগৃহীত হওয়ার পরে শোভনদেব দাবি করেন, দলীয় নেতৃত্বকে প্রকাশ্যে ওই ঘটনার নিন্দা করতে হবে। সেই দাবি এখনও পূরণ হয়নি। তবে বৃহস্পতিবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে শোভনদেবের সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা হয়। মমতা তাঁকে ‘আরও ভাল কাজ করার’ পরামর্শ দেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই মমতার ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক তমোনাশ ঘোষের নেতৃত্বাধীন সংগঠনের সভায় শোভনদেব শ্রমিক সংগঠনের নেতা হিসেবে নিজের সততার উদাহরণ দিয়ে সংগঠনের কর্মীদের দুর্নীতিমুক্ত থাকার নির্দেশ দেন। শোভনদেবের বক্তব্য, “অন্যের চাকরির ব্যবস্থা না করে নিজের ভাইয়ের চাকরি করে দিলে ট্রেড ইউনিয়নের নেতা হতে পারবেন না। স্বজনপোষণ ও দুর্নীতি থেকে যত দূরে থাকবেন, গ্রহণযোগ্যতা তত বাড়বে।” মমতার প্রতি আস্থা রেখে তিনি বলেন, “নেত্রীকে ভালবেসেই দলে রয়েছি।” তবে তৃণমূল নেতৃত্বের একাংশের ধারণা, মমতার প্রতি আনুগত্যের মোড়কে শোভনদেব সংগঠনে তাঁর বিরুদ্ধ গোষ্ঠীকে কোণঠাসা করার কাজে নেমেছেন।
|
রাজ্যের শিশুকল্যাণ দফতরের ৩৬ জন অফিসারের বদলির নির্দেশিকায় গরমিলের অভিযোগ উঠেছে। শিশু উন্নয়ন প্রকল্প অফিসার (সিডিপিও)-এর পদে বদলির তালিকায় তিন নম্বরে রয়েছে পার্থপ্রতিম বসুর নাম। পূর্বস্থলীর দু’নম্বর ব্লক থেকে তাঁকে বদলি করা হয়েছে ভাতারে। কিন্তু পার্থবাবু যে গত জানুয়ারিতেই ওই চাকরি ছেড়ে দিয়েছেন, সেই খবর সরকারের কাছে নেই! ভাতারের সিডিপিও পূরবী চক্রবর্তীকে পূর্বস্থলীতে বদলি করা হলেও তিনি নতুন জায়গায় যেতে পারছেন না। অফিসারদের অভিযোগ, বদলির ব্যাপারটা মন্ত্রী-স্তরে চূড়ান্ত হওয়ায় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চেপেছে। শিশুকল্যাণ মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায় বলেন, “এটা প্রাথমিক তালিকা। পরে সংশোধন-পরিমার্জন হবে।”
|
আধার কার্ড তৈরিতে দেরি হচ্ছে কেন, জেলাশাসকদের কাছে জানতে চাইলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভিডিও-সম্মেলনে সব জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বলেন, “হাওড়ায় আধার কার্ড তৈরির পাইলট প্রকল্প শুরু হয়েছিল। ওখানে ৮০% কার্ড হয়ে গিয়েছে। কলকাতায় ৫৬% হয়েছে। কিন্তু রাজ্যে কাজ হয়েছে মাত্র ২০%।” রাজ্য সরকার ৩১ মার্চের মধ্যে আধার কার্ড তৈরির কাজ শেষ করার নির্দেশ দিয়েছে সব জেলা প্রশাসনকে।
|
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে সাত মাস পিছোচ্ছে বাম শরিক ফরওয়ার্ড ব্লকের পার্টি কংগ্রেস। চেন্নাইয়ে পার্টি কংগ্রেস হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে। কলকাতায় দলের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে ঠিক হয়েছে, পার্টি কংগ্রেস পিছিয়ে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। |