ডাকঘর
সব্জি, মাছের বাজার
জঙ্গিপুর পুরসভার বয়স ১৪২ বছর। প্রাচীন পুরসভার প্রাণকেন্দ্র রঘুনাথগঞ্জে অনেক বিষয়ে উন্নতি হলেও আজও পুরসভা নিয়ন্ত্রিত সব্জি ও মাছের বাজার নেই। রঘুনাথগঞ্জ শহরের কেন্দ্রস্থলে পণ্ডিত প্রেসের গলিতে রাস্তার দু’ ধারে সব্জি বাজার বসে। রোদ-বৃষ্টিতে খুব কষ্ট করে বাজার করতে হয়। মাছের বাজারের অবস্থা আরও করুণ। জল-কাদায় মাখামখি অস্বাস্থ্যকর পরিবেশে খোলা জায়গায় মাছের বাজার বসে। রবিবার ওই নরকযন্ত্রণা তুঙ্গে ওঠে। ওই দিন স্কুল, কলেজ, অফিস-আদালত ছুটি থাকায় বাজারে লোকজনের ভিড় বেশি হয়। ফলে বাজারে পা রাখাই মুশকিল হয়ে পড়ে। তার উপরে রয়েছে গরু ও ষাঁড়ের উৎপাত। পুর কর্তৃপক্ষের উচিত রঘুনাথগঞ্জে আধুনিক একটি সব্জি ও মাছের বাজার গড়ে তোলা।
হারানো আশ্বাস
জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি থানার অন্তর্গত ছামুগ্রাম ৫-৬ কিমি রাস্তার বেহাল দশায় জেরবার পাঁচটি গ্রামের মানুষ। কালীয়ডাঙা গ্রাম বালিয়ার কাছে। ছামুগ্রাম ও কালীয়ডাঙার মাঝে রয়েছে বংশীয়া ও ডাঙাপাড়া গ্রাম। অনেক দিন আগে মণিগ্রাম চার্চের ফাদারের উদ্যোগে রাস্তায় মোরাম বিছানো হয়। তার পর ওই রাস্তার কোনও উন্নতি হয়নি। উল্টে ভাঙাচোরা রাস্তা খানাখন্দে ভরেছে। পুজোর পরে ওই রাস্তা পাকা করা হবে বলে মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও কিছুই করা হয়নি।
চিঠি পাঠানোর ঠিকানা
ডাকঘর
আনন্দবাজার পত্রিকা
বানজেটিয়া, কাশিমবাজার
মুশির্দাবাদ-৭৪২১০২



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.