টাকা দিয়েও জমি মেলেনি
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
জমির জন্য বন বিভাগ প্রশাসনের ভূমি অধিগ্রহণ দফতরকে ৯৮ লক্ষ টাকা অগ্রিম দিয়েছে। টাকা দেওয়ার এক বছর কেটে গেলেও জমি পায়নি বন দফতর। তাই মালদহের আদিনার হরিণ উদ্যানে ‘ইকো ট্যুরিজম’-এর কাজ থমকে। জমি জটে আটকে চ়িড়িয়াখানার কাজ। প্রজাপতি পার্ক, অ্যাকোরিয়ম মিউজিয়াম ও পুনর্বাসন কেন্দ্রের কাজও থমকে। এমনকী, আদিনা থেকে ৫০টি বেশি হরিণকে বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। ডিএফও অজয় দুবে বলেন, “জমির টাকা অগ্রিম দেওয়া হয়। ৩৪ একর জমি অধিগ্রহণের অনুমোদনের জন্য বন বিভাগের মাধ্যমে ৭ মাস আগে ৯৮ লক্ষ টাকা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কিন্তু পুরো জমি পাব কি না জানি না। জমি না মিললে পরিকল্পনা ভেস্তে যাবে।” ওই দফতরের এক আধিকারিক জানান, নতুন সরকার আসার পর নির্দেশ জারি হয়েছে, যে দফতরের জমি লাগবে তাদেরই মন্ত্রিসভার ক্যাবিনেটে প্রস্তাব পাস করাতে হবে। তার পরেই জমি আধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করতে পারবে ভূমি অধিগ্রহণ দফতর। এই ব্যাপারে রাজ্যের পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “ক্যাবিনেটে দ্রুত জমির বিষয়টি পাস করিয়ে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর চেষ্টা করব।”
|
গ্রামে বাইসন, আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
গ্রামে বাইসন ঢুকে আতঙ্ক ছড়াল। মঙ্গলবার উত্তর চিকলিগুড়িতে। বাইসনের হানায় চারটি গরু জখম হয়েছে। সন্ধ্যায় সেটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা।
|
দিঘা মোহনায় তিমি! মঙ্গলবার ভোরে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ধীবরদের জালে উঠে এসেছিল ‘বেলিন হোয়েল’ প্রজাতির এই তিমির দেহটি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্তা জয়কৃষ্ণ দে ছুটে গিয়েছিলেন দিঘায়। তিনি জানান, দিঘা মোহনায় প্রথম, তবে বঙ্গোপসাগরে এর আগেও বেলিন এবং মিল্কি হোয়েলের দেখা মিলেছে। কয়েক দশক আগে সুন্দরবনের মোহনাতেও মিলেছিল এমনই এক তিমির দেহ। প্রায় ৪১ ফুট লম্বা তিমির দেহটি সংরক্ষণের ব্যবস্থা করছে বন দফতর। |