পিকনিক ঘিরে দু’দলের সংঘর্ষ, মৃত ১ |
পিকনিক নিয়ে দু’দলের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার খেয়াদহ। জানা গিয়েছে, নস্কর পাড়ার ছেলেরা গত সন্ধেয় পিকনিক করছিল। সেই সময় পাশের খড়কি গ্রামের এক ব্যক্তি গাড়ি নিয়ে ধাক্কা মারে নস্কর পাড়ার ছেলে উত্পল নস্করকে। বচসা হয় উভয়ের মধ্যে। কিছু ক্ষণ পরে ওই ব্যক্তি গ্রাম থেকে বেশ কয়েক জন ছেলে নিয়ে নস্কর পাড়ার ছেলেদের উপর চড়াও হয়। মারধরে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয় উত্পলের। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমেছে সোনারপুর থানা।
|
দুই জেলায় পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৬ |
আজ সকালে হাওড়ার বালিতে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল ৩ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে, পশ্চিম মেদিনীপুরে বেলদার দেউলিতে অন্য একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ব্যক্তির। গুরুতর আহত আরও ৩। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করেন।
|
ধুবুলিয়ায় পথ দুর্ঘটনায় মৃত ৮ |
নদিয়ার ধুবুলিয়ায় টাটা সুমো-লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল ৮ জনের। গুরুতর আহত ৪। তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টাটা সুমোতে ১২ জন যাত্রী ছিলেন। তাঁরা হাঁসখালিতে বিয়েবাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন। লালবাগে ফেরার পথে ধুবুলিয়ার ঘাটেশ্বর মোড়ের কাছে উল্টোদিক থেকে আসা লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হল টাটা সুমোতে থাকা ৮ যাত্রীর। মৃতদেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
|