টুকরো খবর
তালিকা পছন্দ নয়, ঘেরাও
পরিচালন সমিতির নির্বাচনের ভোটার তালিকা সংশোধনের দাবিতে প্রায় সাত ঘণ্টা ধরে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখল তৃণমূল সমর্থকরা। শনিবার সকালে তৃণমূল মনোনয়নপত্র জমা দিলেও দুপুর থেকে মনোনয়ন প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায়। ১৬ ডিসেম্বর স্কুল পরিচালন সমিতির নির্বাচন। এ দিন ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। অভিযোগ, ভোটার তালিকায় একই নাম একাধিকবার রয়েছে। ভুলে ভরা ভোটার তালিকা সংশোধন করার পাশাপাশি ব্যালট পেপারে প্রার্থীদের ডাক নাম ব্যবহার করা চলবে না বলেও তৃণমূল দাবি। এ দিন দুপুর থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে রাখে তৃণমূলের সমর্থকরা। প্রধান শিক্ষিকা নিবেদিতা দেব অধিকারী বলেন, “যা করেছি নির্দেশ মেনেই।” তৃণমূলের হলদিবাড়ি ব্লক সভাপতি গোপাল রায় বলেন, “মনোনয়নের প্রক্রিয়া অসাংবিধানিক ভাবে হয়েছে। নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে হবে।” সোমবার জেলা স্কুল পরিদর্শকের থেকে পাওয়া নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি দেখানোর লিখিত আশ্বাস দিলে ঘেরাও তুলে নেওয়া হয়।

শংসাপত্র না পেয়ে আত্মঘাতী, অভিযোগ
একাধিক বার বিডিওয়ের কাছে দরবার করেও তফসিলি উপজাতির শংসাপত্র না পেয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ করলেন মা। শনিবার বাগডোগরায় ওই যুবকের মা অশতিতা কুজুর বিডিও-র বিরুদ্ধে অভিযোগ জানান জেলাশাসক এবং এক আইনি সংগঠনের কাছে। অশতিতাদেবী জানান, ২০ অগষ্ট তাঁর ছেলে যোশেফ (২১) কীটনাশক খান। যোশেফ তফসিলি উপজাতির শংসাপত্রের জন্য বহুবার ফাঁসিদেওয়া বিডিও’র কাছে দরবার করলেও সাড়া মেলেনি। হতাশ হয়ে যোশেফ আত্মহত্যা করেছে বলে তাঁর দাবি। এ দিন দার্জিলিংয়ের ওই সংগঠনের পাশাপাশি জেলাশাসক সৌমিত্র মোহন এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারকে চিঠি দিয়ে বিষয়টি জানান ওই মহিলা। পুলিশ কমিশনার বলেন, “অভিযোগের ভিত্তিতে ডায়েরি করা হয়েছে। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।” ফাঁসিদেওয়ার বিডিও বীরুপাক্ষ মিত্র অক্টোবর মাসে বিডিও’র দায়িত্ব নিয়েছেন। আগের বিডিও ছিলেন বাদশা ঘোষাল। বর্তমান বিডিও বলেন, “তফসিলি উপজাতি শংসাপত্র বিডিও অফিস থেকে দেওয়া হয় না। আমরা সমস্ত নিয়ম মেনে মহকুমাশাসকের দফতরে কাগজপত্র পাঠিয়ে দিই। এর পরেই তা বিলি করা হয়। এক্ষেত্রে কি হয়েছে তা খোঁজ নিয়ে দেখব।”

বাড়ল সময়সীমা
স্বেচ্ছাবসর প্রকল্পে কর্মীদের সাড়া মিলছে না। শুক্রবার তাই পরিবহণ দফতরে চিঠি পাঠিয়ে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানাল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। চিঠিতে সময়সীমা প্রায় আড়াই সপ্তাহ বাড়িয়ে ৩১ ডিসেম্বর করতে অনুরোধ করা হয়েছে। নিগমের এমডি সি মুরুগণ বলেন, “স্বেচ্ছাবসরে আগ্রহীদের আবেদন জানানোর সময়সীমা বাড়ানো নিয়ে বিভিন্ন কর্মী সংগঠনের প্রস্তাব খতিয়ে দেখতে চিঠি পাঠানো হয়েছে।” নিগম সূত্রে জানা গিয়েছে, ১৪ নভেম্বর রাজ্য পরিবহণ দফতর সংস্থার কর্মীদের জন্য আগাম অবসর প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে।

জখম দুই জওয়ান
কালিম্পং থেকে শিলিগুড়ি আসার পথে পথে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে দু’জন জখম হয়েছেন। শনিবার ঘটনাটি ঘটে সেবক করোনেশন সেতুর কাছে। পুলিশ সূত্রে জানি গিয়েছে, সেনার একটি গাড়িতে ওই দুই জওয়ান শিলিগুড়ির দিকে আসছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি তিস্তায় পড়ে যায়। আহতেরা শিলিগুড়ি হাসপাতালে ভর্তি।

জাল নোট, ধৃত ৩
বৈষ্ণবনগর ও ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে জাল সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার করেছে। গ্রেফতার হয়েছে তিন জন। ধৃতেরা মালয়েশিয়া, নেপালে জাল নোট পাচারের সঙ্গে জড়িত বলে পুলিশ জানতে পেরেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.