ভারতকে দুরমুশ করে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড |
একেই কী বলে ক্রিকেট? না, মাইকেল মধুসূদন দত্তের লেখা নতুন কোনও নাটক নয়— ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের একটা বিরাট প্রশ্ন। অবশ্যই সেটা দ্ব্যর্থক। এক দিকে ইংল্যান্ড দলের খেলায় বিস্মিত, মোহিত হয়ে, অন্য দিকে ভারতীয় দলের খেলায় যারপরনাই বিরক্ত হয়ে। মুম্বই টেস্ট শেষ হয়েছিল সোয়া তিন দিনে, কলকাতা টেস্ট শেষ হল সোয়া চার দিনে। আমদাবাদে প্রথম টেস্টে ইংল্যান্ডের মুখ থুবড়ে পড়ার ছবি আমাদের সকলেরই মনে আছে। সেই ছবি দেখে অনেকেই মনে করেছিলেন ঘরের মাঠে ইংল্যান্ডে হারের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ভারত। ‘ক্যাপ্টেন কুক’ ও তাঁর বাহিনী দেখাল কি ভাবে ঘুরে দাঁড়াতে হয়। দেখাল ‘এ ভাবেও ফিরে আসা যায়’। পর পর দু’টি টেস্টে প্রতিটি বিভাগে উন্নাসিকের মতো শাসন করে ‘ধোনি বাহিনী’কে ধুলোতে মিশিয়ে দিল তাঁরা। ভেঙে পড়ল ঘরের মাটিতে অপ্রতিরোধ্য তকমা পাওয়া ভারতীয় ক্রিকেট দলের স্বর্ণ মুকুট।
মহেন্দ্র সিংহ ধোনির মাথায় কার আশির্বাদের হাত রয়েছে এটা এখন কারও অজানা নয়। আর ধোনির চাওয়া পাওয়াকে চূড়ান্ত মর্যাদা দিতে ভারতীয় ক্রিকেট কি ভাবে ‘লাভবান’ হচ্ছে তা তো দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। ‘ক্যাপ্টেন কুল’-এর সিদ্ধান্তের যে বা যাঁরাই বিরোধ করেছেন তাঁরাই সরে গিয়েছেন অন্তরালে। ১-০ পিছিয়ে থেকে ভারতীয় দলকে রীতিমতো তুলোধোনা করে ২-১ এগিয়ে যাওয়ার এই দৃশ্যের পর আর কাকে কাকে অন্তরালে যেতে হয় কে জানে? সবার শেষে একটাই কথা বলার, ‘হ্যটস অফ ইংল্যান্ড’।
|
আজ তেহট্টে কংগ্রেসের প্রতিবাদ সভা |
তেহট্টে পুলিশের গুলি চালনা প্রতিবাদে আজ রাজ্য কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা শঙ্কর সিংহের ডাকে তেহট্টে একটি প্রতিবাদ সভা করবে কংগ্রেস। সভা শুরু হবে বেলা ১টায়। সভায় উপস্থিত থাকবেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী দীপা দাসমুন্সি এবং অধীর চৌধুরী। এ ছাড়াও উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারা। |