রাজকোটে সৌরাষ্ট্রকে ২০৯ রানে বেঁধে রেখেও রঞ্জিতে বাংলা শিবিরে আশার পাশাপাশি আশঙ্কাও ঘোরাফেরা করছে। এ মরসুমে জোড়া ট্রিপল সেঞ্চুরি হাঁকড়ানো রবীন্দ্র জাদেজাকে মাত্র ৭০ রানে ফিরিয়ে দেওয়া-সহ বাঁহাতি স্পিনার ইরেশ সাক্সেনা পাঁচ উইকেট নেন ১৭ রান দিয়ে। তাঁর প্রথম শ্রেণির ম্যাচে সেরা পারফরম্যান্স। প্রথম দিনের শেষে বাংলা ৭-০। রোহন বন্দ্যোপাধ্যায় (৭) ও অরিন্দম দাস (০) ক্রিজে। তা সত্ত্বেও রাজকোটের ঘূর্ণি উইকেট চিন্তায় রেখেছে মনোজ তিওয়ারির দলকে। যে স্টেডিয়ামে এ মরসুমে অন্য রঞ্জি ম্যাচগুলোতে হাজার-দেড় হাজার রান উঠেছে, সেখানকার উইকেটে গত তিন-চার দিন জল না দিয়ে র্যাঙ্ক টার্নার বানানো হয়েছে। দেবু মিত্রের প্রশিক্ষণাধীন সৌরাষ্ট্রকে গ্রুপ থেকে নক আউটে উঠতে হলে এই ম্যাচে সরাসরি জয় ভীষণ দরকার। বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার জাডেজাকে দিয়ে বাংলা ইনিংসে বোলিং ওপেন করানো ছাড়াও তারা এই ম্যাচে তিন জন বিশেষজ্ঞ স্পিনার খেলাচ্ছে। তাঁদের এক জন প্রাক্তন বাংলা অধিনায়ক দিলীপ দোশীর ছেলে নয়ন দোশী। সেখানে উইকেট চিনতে ভুল করা বাংলা দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ইরেশ। দ্বিতীয় ইনিংসে অনিয়মিত স্পিনার অভিষেক ঝুনঝুনওয়ালাকে যথেষ্ট পরিমাণে দরকার হবে বলে মনে করছে বাংলার শিবিরই। উইকেটে বল পড়ে লাফাচ্ছে। প্রথম দিনই যথেষ্ট টার্ন করেছে। তবে বাংলার পক্ষে সুখবর, তাদের চার পেসারও (দিন্দা-১, সৌরভ-১, সামি-২, লক্ষ্মীরতন-১) মিলিত ভাবে পাঁচ উইকেট নিয়েছেন।
|
চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিফাইনালে হেরে গেল ভারত। সর্দার সিংহেরা ০-৩ গোলে হারলেন গত চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে। যদিও তিরিশ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে একটা পদক জয়ের আশা এখনও রয়েছে ভারতের সামনে। ১৯৮২-তে শেষ বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ জিতেছিল ভারত। এ বারও ব্রোঞ্জের লড়াইয়ে আছেন মাইকেল নবসের ছেলেরা। তবে তার জন্য তৃতীয় স্থানের ম্যাচে ভারতকে হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। পাকিস্তান এ দিন অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসের কাছে ২-৫ হেরেছে। ভারতীয় দলের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস বলেছেন, “আমরা সেমিফাইনালে হেরে গেলেও আমাদের ডিফেন্ডারদের পারফরম্যান্স ভাল হয়েছে। পাকিস্তান ম্যাচে ভাল করার ব্যাপারে আমি আশাবাদী।”
|
নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করলেন। কিন্তু দলকে জেতাতে পারলেন না র্যান্টি মার্টিন্স। মারগাওয়ে ডেম্পোর কাছে প্রয়াগ এ দিন হারল ১-৩। রবিবার কলকাতা ডার্বির ফল যা-ই হোক, আজ জেতায় ডেম্পোই থেকে যাবে এক নম্বরে। এ দিন আই লিগের অন্য দুই ম্যাচে ওএনজিসি-স্পোর্টিং ক্লুব দ্য গোয়া ম্যাচ শেষ হয় ২-২। ইউনাইটেড সিকিম-শিলং লাজং ম্যাচে কোনও গোল হয়নি। |