গয়নার দোকানে চুরির অভিযোগ উঠেছে বিষ্ণুপুর শহরের বড়ামতলা এলাকায়। বৃহস্পতিবার রাতের ঘটনা। দোকানের মালিক সুধাংশু দে-র অভিযোগ, “বৃহস্পতিবার রাতে দোকানের দরজায় পাঁচটি তালা লাগিয়ে বাড়ি যাই। এ দিন সকালে এসে দেখি দোকানের দরজার তালা ভাঙা। লোহার সিন্দুক, শো-কেসে রাখা সোনা ও রূপোর গয়না, নগদ টাকা চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।” বাসিন্দারা জানান, শীত পড়লেও অনেক রাত পর্যন্ত ওই এলাকায় লোক চলাচল করে। খুব ভোরে পাশের মদনগোপাল মন্দিরে অনেকে ঠাকুর দর্শনে আসেন। এরমধ্যেঅ চুরির ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের দাবি, রাতে পুলিশের টহল আরও বাড়ানো দরকার। স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশি টহল না থাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ইদানিং বিষ্ণুপুর শহরে বেশ বেড়েছে। সম্প্রতি শহরের কালীতলায় একটি মোবাইল ও একটি বৈদ্যুতিন সরঞ্জামের দোকানেও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। তারপরেও পুলিশ দুষ্কৃতীদের ধরপাকড়ে গা দেয়নি বলে বাসিন্দাদের ক্ষোভ। তবে পুলিশের দাবি, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় টহলদারি আরও বাড়ানো হবে।
|
বাবার বাড়িতেই রিজিয়া সুলতানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল বৃহস্পতিবার বিকেলে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির হাজিপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে বীরভূমের আটগ্রামে পেশায় রেশন ডিলার রেজাউল আলির সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। সোমবার তিনি বাবার বাড়িতে আসেন। এ দিন ফোনে তাঁর স্বামী ফোনে গালিগালাজ করলে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। মৃতের দাদা আব্দুর রহমান বলেন, “বিয়ের পর থেকেই বোনকে তার স্বামী মারধর করত। বাবার বাড়িতে বেড়াতে আসার জন্য শাসানো হচ্ছিল। তারই পরিনতিতে এ দিন আত্মঘাতী হয়েছে বোন। কবর দেওয়া পর্ব শেষ হলেই পুলিশকে লিখিত অভিযোগ করব।” তবে ম্যাজিষ্ট্রেটকে সমস্ত ঘটনা জানানো হয়েছে।
|
এক বধূকে কীটনাশক খাইয়ে মেয়েকে খুন করার অভিযোগ উঠল তাঁর শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত বধূটির নাম সুভদ্রা মাহাতো (২০)। বেলপাহাড়ি থানার পাটাঘর গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। বুধবার সন্ধ্যায় বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর মৃত্যু হয়। তাঁর বাবা বান্দোয়ান থানার চাঁদড়া গ্রামের বাসিন্দা নিমাই মাহাতো শুক্রবার বেলপাহাড়ি থানায় জামাই শ্বশুর-সহ ৭ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, “ন’মাস আগে মেয়ের বিয়ে হয়। তারপর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা মেয়েকে অত্যাচার করত। বুধবার সন্ধ্যায় ওকে আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে শুনে দৌড়ে যাই। কিছু ক্ষণ পরেই মেয়ে মারা যায়। জামাই ও তাঁর বাড়ির লোকেরাই মেয়েকে কীটনাশক খাইয়ে খুন করেছে।”
|
তিন দিন ধরে নিখোঁজ থাকা এক মহিলার দেহ উদ্ধার হল। শুক্রবার অযোধ্যা পাহাড়ের পিটিদিরি গ্রামের কাছে জঙ্গলের ভিতর থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুলোচনা মাহাতো (৩৫)। কোটশিলা থানার চাতমবাড়ি গ্রামে তাঁর বাড়ি। বুধবার পাহাড় লাগোয়া জঙ্গলে তিনি কাঠ সংগ্রহে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। খুনের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ১০ বছর আগে গুলিতে নিহত প্রাক্তন স্কুল ছাত্র সেনা জওয়ানের স্মৃতিতে স্কলারশিপ চালু হল পুরুলিয়া সৈনিক স্কুলে। দশম শ্রেণীর পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী ছাত্র মুরলী মনোহর কুমারের হাতে শুক্রবার ক্যাপ্টেন জয়দীপ চট্টোপাধ্যায়ের স্মৃতিতে স্কলারশিপের ১০ হাজার টাকার চেক তুলে দেন তাঁর দাদা প্রদীপ চট্টোপাধ্যায়। পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের সংগঠন ওটিবিএ-এর উদ্যোগে এই স্কলারশিপ চালু হল।
|
মজুরি বৃদ্ধি, প্রভিডেন্ট ফান্ডের সুবিধা-সহ নানা দাবিতে শুক্রবার পুরুলিয়া জেলা বিড়ি শ্রমিক সঙ্ঘের জেলা সম্মেলন হল ঝালদায়। শুক্রবার প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখেন বিড়ি ওয়াকার্স এন্ড এমপ্লয়িজ ফেডারেশনের রাজ্য সম্পাদক অশোক দাস, এসইউসি-র জেলা সম্পাদক প্রণতি ভট্টাচার্য প্রমুখ। |
এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত চিরঞ্জিত বাদ্যকরের বাড়ি পুরুলিয়ার সাঁতুড়ি এলাকায়। শুক্রবার রানিগঞ্জ থেকে তাকে ধরা হয়। উদ্ধার করা হয় কিশোরীকেও। শনিবার রঘুনাথপুর আদালতে ধৃতকে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতের নির্দেশ দেন। কিশোরীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে।
|
চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তারই গৃহশিক্ষককে ধরল পুলিশ। ঘটনাটি পুরুলিয়ার রঘুনাথপুর শহরের। ধৃত বছর চব্বিশের দীনেশ বাউরির বাড়ি স্থানীয় বুন্দলা এলাকায়। শুক্রবার রাতে তাকে ধরা হয়। শনিবার ধৃতের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ হয়। |