|
|
|
|
|
|
তিনি বলেন
|
এত বড় ঘটনার পরেও সুনীল
অদ্ভুত রকম ঠান্ডা ছিলেন। |
সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় |
প্রসঙ্গ ব্যাঙ্কে রক্ষীর গুলিতে মৃত্যু |
|
|
|
|
|
বাজার যাওয়ার আগে
বাজারে যাওয়ার আগে একনজরে দেখে নিন কাল শহরের কোন বাজারে কত টাকায় কী বিকিয়েছে:
|
গড়িয়াহাট: নতুন আলু ২০, পেঁয়াজ ২৫, ফুলকপি (১টি) ১৫, কড়াইশুঁটি ৮০, শিম ৩০, বেগুন ৩০, টোম্যাটো ৩০, বিন ৫০, ক্যাপসিকাম ৬০, আপেল ১৩০, মোসাম্বি ৮০ (ডজন), পেয়ারা ২৫, পাকা পেঁপে ১৬, কাটা পোনা ২২০, ট্যাংরা ৩৫০, পমফ্রেট ৪৫০, ভেটকি ৩৫০, পাবদা ৩৫০।
মানিকতলা: নতুন আলু ২০, পেঁয়াজ ২৪, ফুলকপি (১টি) ১২, কড়াইশুঁটি ৮০, ক্যাপসিকাম ৬০, বাঁধাকপি ২০, শিম ৩০, বেগুন ৩০, টোম্যাটো ৩০, বিন ৫০, ঝিঙে ৪০, পালং শাক ২০, আপেল ১২০, মোসাম্বি ৭০ (ডজন), বেদানা ১২০, পেয়ারা ২৫, পাকা পেঁপে ১৬, কাটা পোনা ২৪০, ট্যাংরা ৩৫০, ভেটকি ৩০০, পাবদা ৩৫০। |
|
|
|
দিন যেমন
অসীম দাস
|
আজকের রাশি: কন্যা।
নক্ষত্র: হস্তা।
শুভ রং: ঘন নীল, সাদা ও কালো।
এড়িয়ে চলুন: লাল, বেগুনি ও বাদামি।
শুভ সংখ্যা: ১, ৪, ৭ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৬। |
আজ কর্মক্ষেত্রে সম্মানহানির আশঙ্কা। ব্যবসায় গোপন শত্রুতা থাকলেও উপার্জন বাড়বে। কর্মক্ষেত্রে সন্তানের উন্নতি। দাদার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা। পারিবারিক সূত্রে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। প্রণয়ীকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। দাম্পত্যে দূর ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। ফুসফুসের সংক্রমণ, টনসিল ও গলার সমস্যা। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
জওয়ানদের জন্য রক্ত
কলিকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের উদ্যোগে শুক্রবার একদল ছাত্র-ছাত্রী জওয়ানদের জন্য রক্ত দিতে যান। ইহার আগে তাঁহারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এক সভায় সমবেত হন। ঐদিন বিদ্যাসাগর, বেথুন, বঙ্গবাসী, সুরেন্দ্রনাথ ও স্কটীশ চার্চ কলেজের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী “ব্লাড ব্যাঙ্কে” রক্তদান করিবার জন্য যান। সেখানে কিছু ছাত্র-ছাত্রীর রক্ত লওয়া হয়। বাকী ছাত্রছাত্রীদের রক্ত পরে লওয়া হইবে বলিয়া গ্রুপিং করিয়া দেওয়া হয়।
—আনন্দবাজার পত্রিকা, ৮ ডিসেম্বর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|