জলের ট্যাঙ্কের ভিতর পড়ে গেলেন ২ শ্রমিক |
কলকাতার কালিন্দীতে একটি জলের ট্যাঙ্ক ভাঙার কাজ চলাকালীন হঠাত্ই ২ জন শ্রমিক ট্যাঙ্কের ভিতর পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্যাঙ্কটি বহুদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল। গত রাত থেকে সেটি ভাঙার কাজ চলছিল। ট্যাঙ্কটির উচ্চতা প্রায় ৮০ ফুট। শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে এসে পোঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় আড়াই ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি বলে দমকলসূত্রে জানানো হয়েছে। ট্যাঙ্কের ভিতর তাঁরা কেমন অবস্থায় আছেন তাও জানা সম্ভবপর হয়নি।
|
কেষ্টপুরে ব্যবসায়ীর অফিসে হামলা দুষ্কৃতীদের |
গতকাল রাত ১১.৩০ নাগাদ কেষ্টপুরের এক ব্যবসায়ীর অফিসে হামলা চালাল জনা পনেরো দুষ্কৃতী। সেই সময় অফিসে ছিলেন ব্যবসায়ী বিশ্বনাথ মিত্র, তাঁর বন্ধু ও এক নিরাপত্তারক্ষী। দুষ্কৃতীরা ভোজালি, রড নিয়ে চড়াও হয় বিশ্বনাথবাবুর উপর। তাঁকে বাঁচাতে গিয়ে ভোজালির কোপে গুরুতর আহত হন ওই বন্ধু। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে, দুষ্কৃতীরা অফিস ভাঙচুর করে আড়াই লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। বিশ্বনাথবাবুর অভিযোগ, বেশ কয়েকদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে ফোন আসছিল, দাবি করা হচ্ছিল টাকার। বিষয়টি বিধাননগর পুলিশ কমিশনারেটকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। তারপর তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত থেকে তাঁর নিরাপত্তার জন্য দু’জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়। কিন্তু বিধাননগর কমিশনারেট একজন নিরাপত্তারক্ষীকে সরিয়ে দেয়। এত ঘটনার পরেও হুমকি ফোন আসত বলেও জানিয়েছেন ওই ব্যবসায়ী। গত রাতে তিনি ও তাঁর বন্ধু অফিসিয়াল কাজকর্মে ব্যস্ত ছিলেন। তখনই হামলা চালায় দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই ঘটনায় জড়িত তা স্পষ্টভাবে জানাতে পারেননি বিশ্বনাথবাবু। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।
|
চুঁচুড়ায় পথ দুর্ঘটনা, মৃত ২ |
গতকাল মধ্যরাতে চুঁচুড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ২। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বড়িশায় বিয়ে বাড়ি থেকে চন্দননগর ফিরছিল বরযাত্রীর গাড়িটি। খাদিনামোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু দু’জনের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
|