আজকের শিরোনাম
মায়া-মুলায়মে এফডিআই বৈতরণী পার কংগ্রেসের
লোকসভার পরে রাজ্যসভা, দু’জায়গাতেই সরকারের ‘পাশে’ থেকে ইউপিএকে স্বস্তি দিল সপা ও বসপা। ফলে ওয়ালমার্টের আসার রাস্তা আরও পরিষ্কার হল। গতকালও রাজ্যসভায় ভোটাভুটিতে ওয়াকআউট করেছিল সপা ও বসপা। যার ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যা ২৭২ থেকে কমে দাঁড়ায় ২৪০। যার মধ্যে সরকারের পক্ষে ছিলেন ২৫৩ জন ও বিপক্ষে ২১৮ জন। আজ ভোটাভুটি শুরুর আগেই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন সপা-র ৯ জন সাংসদ। ফলে ম্যাজিক সংখ্যা কমে দাঁড়ায় ১১৭। সরকারের পক্ষে ভোট দেন ১২৩ জন ও বিপক্ষে ১০৯। ভোটদানে বিরত থেকেছেন ১ জন। অত্যন্ত তাত্পর্য্যপূর্ণভাবে নির্দল ৪ জন সাংসদের ভোট গিয়েছে সরকারের পক্ষে।

জাপানে ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা
২০১১-এর মার্চের স্মৃতি এখনও টাটকা। ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের পূর্ব উপকূলের বিস্তির্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। কম্পনের কেন্দ্রস্থল উপকূল থেকে প্রায় ২৩৩ কিলোমিটার দুরে সমুদ্রের প্রায় ৩৬ কিলোমিটার গভীরে হওয়ায় বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পেয়েছে জাপান। পূর্ব উপকূলের মিয়াগি প্রদেশে জারি হয়েছে সুনামি সতর্কতা। তবে বড় সুনামির আশঙ্কা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুরক্ষিত রয়েছে দাইচি ও ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রও।

আদালত অবমাননা মামলায় সাময়িক স্বস্তি মমতার
১৪ অগস্ট বিধানসভার ৭৫ বছর পূর্তি উত্সব উপলক্ষে বিধানসভা ভবনে আয়োজিত আলোচনাসভায় বিচারব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। ‘কেন টাকা দিয়ে বিচার কেনা যাবে?’ এই বক্তব্যকে ঘিরে আদালত অবমাননা ও জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার জন্য স্বতঃপ্রণোদিত ফৌজদারি মামলার আবেদন জানিয়েছিলেন। এর ভিত্তিতে বিচারপতি কল্যানজ্যোতি ভট্টাচার্য ও বিচারপতি অসীম মণ্ডলের ডিভিশন বেঞ্চ ২টি ইংরাজি সংবাদপত্র ও ২টি বাংলা চ্যানেলকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়। একই বিষয়ে প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলাও দায়ের করে। আজ আদালত এই মামলার শুনানি দু’সপ্তাহ পিছিয়ে দিয়েছে।

ভবানীপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গুলি
আজ একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যাঙ্কে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় দু’জনের। ব্যাঙ্কের এক নিরাপত্তারক্ষী ও ক্যাশিয়ারকে গুলি করে ওই ব্যাঙ্কেরই অপর এক নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের পূর্ণ সিনেমাহলের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। গুলি করে পালানোর সময় নিরাপত্তারক্ষীটীকে ধরে ফেলেন ব্যাঙ্কের অন্যান্য কর্মচারীরা। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কিন্তু এই ঘটনার কারণ সম্পর্কে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

গোলপার্কের ফটোগ্রাফি স্টুডিওয়ে আগুন
আজ সকাল সাড়ে সাতটা নাগাদ গোলপার্কের একটি ফটোগ্রাফি স্টুডিওয়ে আগুন লাগে। ধোঁয়া বেড়োতে দেখে দমকলে খবর দেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। বাড়িটির তিনটি তলাতেই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। দমকলের ৬টি ইঞ্জিনের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.