দু’দিন বই তো... |
চাইলে সব হয়, প্রশ্ন করলেই বলছেন হরপাল সিংহ। উদাহরণ দিচ্ছেন, “ইমপসিবল শব্দটাকেই আই অ্যাম পসিবল বলে পড়া যায়।” আর সেই পথে হেঁটেই হরপালের সংস্থার ২০০ কারিগর ২৫ হাজার বর্গমিটার জুড়ে ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে বানিয়ে ফেলেছেন একটা আস্ত দশ তলা বাড়ি। মোহালিতে শনিবার বিকেল সাড়ে চারটেয় কাজ শেষ হল। গাঁথনি, ঢালাই ইত্যাদি মিলিয়ে বাড়িটির বিভিন্ন অংশ কারখানায় আগে থেকে তৈরি করা হয়েছিল। সেগুলো দু’দিন ধরে এনে বসিয়ে জুড়ে দেওয়া হল। ভারতে এটাই দ্রুততম নির্মাণের রেকর্ড। বাড়ির নামও মানানসই, ‘ইন্সটাকন’! ছবি: পি টি আই |