অসুস্থ মনীষা, ভর্তি হাসপাতালে |
অক্টোবর মাসে এক অনুষ্ঠানে। পিটিআই-এর ফাইল চিত্র। |
হঠাৎ অসুস্থ হয়ে মুম্বইয়ের যশলোক হাসপাতালে ভর্তি অভিনেত্রী মনীষা কৈরালা। হাসপাতালের মুখপাত্র কৃষ্ণকান্ত দাশ্যাম জানিয়েছেন, কয়েকটি শারীরিক পরীক্ষার জন্য আরও কিছু দিন তাঁকে সেখানেই থাকতে হবে। কয়েকটি সূত্রের খবর, মনীষার ক্যানসার হয়েছে। নেপালে নিজের বাড়ি তৈরির জন্য তিনি বেশ কিছু দিন ধরে কাঠমান্ডুতেই ছিলেন। সম্প্রতি একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখেছিলেন খাদ্যে বিষক্রিয়া ঘটায় হঠাৎই অজ্ঞান হয়ে যান তিনি। তাঁর পরেই কোনও দেরি না করে তাঁকে চিকিৎসার জন্য মুম্বই নিয়ে আসা হয় । হাসপাতালে বিছানার পাশেই তাঁর মা সুষমা আছেন সব সময়। বাবা প্রকাশ এবং ভাই সিদ্ধার্থেরও আসার কথা আছে। মনীষার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, বলিউডের এই অভিনেত্রীর মনের জোর যথেষ্ট। তাই যতই খারাপ খবর হোক না কেন, মনীষা গোটা বিষয়টিকে যথেষ্ট সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবেন বলে আশা বন্ধুর। তিনি বন্ধুর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
|
খারাপ-ভাল নিয়েই ছবি, মত আমিরের |
‘ধুম থ্রি’-তে তিনি খলনায়ক। ক্যাটরিনা কাইফের বিপরীতে। এই ছবির সূত্রেই আমির খানের মনে হয়েছে, হিন্দি ছবির চিরাচরিত খলনায়কের ধারণাটা ক্রমশ পাল্টে যাচ্ছে। কারণ তাঁর মনে হয়, সমাজে কে ভাল আর কে-ই বা মন্দ, এই দুইয়ের বিভাজন রেখা কিছুটা হলেও ঝাপসা হয়ে যাচ্ছে। আমির বলেন, “আমাদের চিত্রনাট্যে সে ভাবে ‘খলনায়ক’ এখন থাকে না। আগে সমাজে একটা স্পষ্ট নৈতিক ধারণা ছিল। তখন আমাদের গল্পেও খলনায়ক থাকত।” কিন্তু এখন সেই ‘খলনায়কের’ চরিত্রেও আমূল পরিবর্তন ঘটে গিয়েছে। “তখন চোরাকারবারি, অপরাধ জগতের সঙ্গে যুক্ত লোকজন, রাজনৈতিক নেতাদের সাধারণত খলনায়ক বলে দেখানো হত। সমাজ এদের ভাল চোখে দেখত না। এখন আমাদের নৈতিকতার ধারণা এত কঠোর নয়। চালাক আর সুযোগসন্ধানীকে কেউ এখন আর খারাপ বলে মনে করে না।”মত আমিরের।
|
বলিউডের একশো বছর। হলিউডের অশোক অমৃতরাজের একশোটি ছবি বানানোর পর বলিউডে ছবি বানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এর আগে তিনি ঐশ্বর্য রাই বচ্চনের তামিল ছবি ‘জিনস্’-এর প্রযোজনা করেছিলেন। গোস্ট রাইডার, কিলার, ডাবল ইমপ্যাক্ট -এর মতো ছবির সঙ্গে তাঁর নাম যুক্ত। |