টুকরো খবর
রজতের আর্জি শুনবে আপিল আদালত
রজত গুপ্তের জামিনের আর্জি ফের বিবেচনা করার আশ্বাস দিল মার্কিন আপিল আদালত। রজতের আত্মসমর্পণের তারিখ পিছনোর আবেদনটিও শোনা হবে বলে জানান আদালতের মুখপাত্র। ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন বেআইনি ভাবে গোপন তথ্য পাচারের জন্য গতবছর জুনে রজত গুপ্তকে দোষী বলে চিহ্নিত করে মার্কিন আদালত। দু’বছরের জন্য তাঁকে জেলে পাঠানোর শাস্তিও ঘোষণা করে তারা। ৮ জানুয়ারি তাঁর আত্মসমর্পণ করার দিন হিসেবে ধার্য করেছিল নিম্ন আদালত। সে দিন থেকেই তাঁর কারাবাসও শুরু হওয়ার কথা। এই রায়ের বিরুদ্ধেই উচ্চ আদালতের দ্বারস্থ হন রজত গুপ্ত।

সন্তানের সুখ সুইৎজারল্যান্ডে
আগামী বছরে যাঁদের সন্তানের জন্ম হচ্ছে, তাঁরা এখনই কেটে ফেলুন সুইৎজারল্যান্ডের টিকিট। নবজাতকের জন্য পৃথিবীর কোন জায়গাটি সব চেয়ে ভাল, তার সমীক্ষা তালিকায় প্রথমে উঠে এল সুইৎজারল্যান্ডের নাম। ভারতের স্থান সেখানে ৬৬ -তে। আর ব্রিটেন রয়েছে ২৭শে। এক ব্রিটিশ পত্রিকার সমীক্ষা বলছে, সুইৎজারল্যান্ডে যারা জন্মায়, তাদের মতো সুখী, স্বাস্থ্যবান আর বিত্তবান খুব কমই দেখতে পাওয়া যায়। জীবনধারণের উন্নত মানের এই তালিকায় উপরের দিকে রয়েছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কও।

জখম তালিবান নেতা
আত্মঘাতী হামলায় জখম এক শীর্ষস্থানীয় তালিবান কম্যান্ডার মোল্লা নাজির। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের এক উপজাতি এলাকার ঘটনা। বিস্ফোরণের ফলে বেশ কিছু দোকানপাট ধসে গিয়েছে। আরও চার জন মারা গিয়েছেন। এখনও পর্যন্ত কোনও জঙ্গি দল এই হামলার দায় স্বীকার করেনি।

রাশিয়ায় তুষারপাত
প্রবল তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার যানবাহন এবং বিমান পরিষেবা। তুষারপাতের পরিমাণ ১২ সেন্টিমিটার। গত ৫০ বছরে এটাই সর্ব্বোচ্চ তুষারপাত বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রবল ঝড়েরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

আফগান কিশোরী খুন
১৫ বছরের এক আফগান কিশোরীর গলার নলি কেটে খুন করার অপরাধে দুই দুষ্কৃতী গ্রেফতার হল। বুধবার, উত্তর কান্দাজ এলাকার একটি গ্রামের ঘটনা। বিয়ের প্রস্তাবে মেয়েটির পরিবার মত না দেওয়াই এই আক্রমণের কারণ বলে জানিয়েছে পুলিশ।

হেডলির শাস্তি
পাক বংশোদ্ভূত লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির শাস্তি ঘোষণা হবে ১৭ জানুয়ারি। তার সহযোগী তাহাউর রানার শাস্তি ঘোষণা হবে ১৫ জানুয়ারি, জানাল শিকাগো আদালতের মুখপাত্র রানডল সামবর্ন। তারা মুম্বই হামলায় যুক্ত। ডেনমার্কে একটি সংবাদপত্রের অফিসে হামলার ছকেও তারা যুক্ত ছিল।

বাগদাদে বিস্ফোরণ
পরপর দুটি বোমা বিস্ফোরণে মৃত্যু হল ৩১ জন পুণ্যার্থীর। আহত ৯৮ জন। বৃহস্পতিবার, দক্ষিণ বাগদাদের হিলায় ঘটনাটি ঘটেছে। পুণ্যার্থীরা কারবালায় তীর্থ করতে যাচ্ছিলেন।

সেরা পুরস্কার
সেরা পোশাকের জন্য ১০৬ বছরের একজন অধ্যাপক পুরস্কৃত হলেন। সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ফ্যাশনের মূল মন্ত্র প্রত্যেকদিন নতুন জামা বদল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.