|
|
|
|
আরও একটা বছর |
বাবা হওয়ার আগে জিৎ-এর শেষ জন্মদিন আজ। বছরটা স্মরণীয় আরও একটা কারণে। ‘আওয়ারা’ সুপারহিট হয়েছে এ বছরে। জন্মদিনের মোমবাতির সামনে ইন্দ্রনীল রায় |
নিজের রেজলিউশন |
• নলেন গুড় অ্যাভয়েড করব না
নলেন গুড় সন্দেশটা এ বছর কিছুতেই অ্যাভয়েড করব না। প্রতিবারে শীতকালে ওজন বেড়ে যায় এই নলেন গুড়ের মিষ্টির জন্যই। তাই ওটাকে অ্যাভয়েড করতাম। এবার আর করছি না। কী জানেন তো, ওই একটা মিষ্টি যেটা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। অলরেডি বাড়িতে নলেন গুড়ের সন্দেশ রোজ খাচ্ছি। কালকে রাত্তিরেও খাবার পরে দু’তিনটে খেয়েছি। আমার মতে নলেন গুড়ের সন্দেশ কি নলেন গুড়ের রসগোল্লা পৃথিবীর সেরা মিষ্টি। বাজারে কিন্তু এখনও খাঁটি নলেন গুড় ওঠেনি, মিষ্টিতেও নলেন গুড়ের সঙ্গে একটু চিনি মেশানো হচ্ছে। আর দিন দশেক পরে খাঁটি নলেন গুড়টা পাওয়া যাবে। কিন্তু তাতে কী? আমি পুজোর পরেই শুরু করে দিয়েছি খাওয়া।
• ব্যবসা ছাড়া কোনও সম্পর্ক নয়
এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাজ করলাম। আমার বন্ধুও প্রচুর। কিন্তু এই বছর একটা রেজলিউশন আমি নিয়েছি। হোয়েন ইট কামস্ টু বিজনেস আমি যেন শুধু সিম্পল ব্যবসা হিসেবেই দেখি। তাই তো আজকে ইন্ডাস্ট্রির কেউ কাঁধে হাত রাখলে ভয় করে আমার। মনে হয়, কাঁধে হাত রেখে এই ব্যবসার কথা বলল বলে।
• ডায়পার বদল
আর পটি পরিষ্কার করতে হবে
আর কিছু দিনের মধ্যে বাবা হচ্ছি। ইতিমধ্যেই মনকে তৈরি করে নিচ্ছি তার জন্য। এটা আমার তৃতীয় রেজলিউশন। জানি ডায়পার বদল থেকে পটি পরিষ্কার সব আমাকে করতে হবে। এটা পড়লে জানি আমার বন্ধুরা আমায় সাংঘাতিক প্যাঁক দেবে কিন্তু তাতে কী? বাচ্চা তো আমার। এই রেজলিউশনটা ফেল করলে চলবে না।
• ভোরবেলায় টিভিতে ক্রিকেট ম্যাচগুলো চলবে না
অলরেডি আমার বউ মোহনাকে বলেছি বাচ্চা এসে গেলে ভোর পাঁচটায় উঠে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা কী অস্ট্রেলিয়াতে হওয়া ক্রিকেট ম্যাচগুলো দেখব না। আসলে অস্ট্রেলিয়াতে ম্যাচ হচ্ছে দেখলে আমি আর থাকতে পারি না। এমসিজি, এসসিজি, পার্থের মতো মাঠ, ওরকম কভারেজ পুরোটাই আমার কাছে ম্যাজিক। লেপের তলায় চা খেতে-খেতে ম্যাচ দেখাটা আমার কাছে হেভেনলি। কিন্তু বাচ্চার ঘুম ভেঙে যেতে পারে তাই সকালে টিভি নয়।
• বাজি ফাটানোয় আর দুঃসাহস নয়
এই দিওয়ালিতে আমাদের বাড়িতে দাদা-বউদি-
ভাইপো-ভাইঝিদের সঙ্গে বাজি ফাটাচ্ছিলাম। পাঞ্জাবি পরা থাকলেও হাতাটা গোটানো ছিল। বাজি ফাটাতে ফাটাতে হঠাৎ আমার হাতে একটা বসন তুবড়ি ফাটে। এখনও তাই হাতে ড্রেসিং চলছে। তাই নিয়েই শ্যুটিং করছি। হাতের অনেকটা
অংশ পুরো জ্বলে চামড়া
উঠে গিয়েছিল। তাই এই জন্মদিনে রেজলিউশন
নিচ্ছি পরের বছর থেকে
বাজি ফাটানোর সময় অনেক সতর্ক থাকব। তবে এ বারও দোষটা আমারই ছিল। আমিই বাড়ির সকলকে সতর্ক করলেও নিজেই দুষ্টুমি করতে গিয়ে নিজের হাতটা পোড়ালাম। ছাড়তে তো পারব না বাজি পোড়ানো কিন্তু দুঃসাহসী হব না
কোনও মতেই। খুব শিক্ষা হয়েছে আমার। |
জন্মদিনে সারাদিন
সকাল বেলা কালীঘাট মন্দিরে পুজো দিতে যাব। আমার ফ্যান ক্লাব একটা প্রোগ্রাম রেখেছে।
প্রতি বছরের মতো ওদের সঙ্গে কেক কাটব। বাকি সময় আমি বাড়িতেই আত্মীয়দের সঙ্গে... |
আমাদের রেজলিউশন |
• শুধু রবি কিনাগী অনেক হল, এই বছর অনীক দত্ত, সৃজিত মুখোপাধ্যায়দের সঙ্গে বেশি মিশুন
জিৎ: রবি কিনাগী ইজ স্পেশাল টু মি। আমি আজও মনে করি বাংলা ইন্ডাস্ট্রি রবি কিনাগীর অবদানের সঠিক মূল্যায়ন করেনি। যদি সব ঠিকঠাক চলে আমি শুধু বাণিজ্যিক ছবিই করতে চাই রবিজির মতো পরিচালকদের সঙ্গে। সেটার জন্য আমি লজ্জিত নই। গর্বিত। যে দুটো নামের সঙ্গে আনন্দ প্লাস চাইছে আমার মেলামেশা বাড়ুক, আমি শুধু ওই দুটো নামের সঙ্গেই জড়াতে চাই না। আই ওয়ান্ট টু ব্রডেন মাই হরাইজন। শুধু অনীকদা বা সৃজিত কেন, আমি কমলেশ্বরদা, মৈনাক সবার সঙ্গেই মিশতে চাই।
• কোয়েল এ বার ইতিহাস, আপনার ভবিষ্যৎ কিন্তু শ্রাবন্তী
জিৎ: শুধু শ্রাবন্তী কেন আমার ভবিষ্যৎ হবে? সায়ন্তিকা, শুভশ্রী, পায়েল... আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। তবে হ্যাঁ, কোয়েলের সঙ্গে আমার জুটিটা একটা অন্য পর্যায় গিয়েছিল। লোকে আমাদের জিকো বলেও ডাকত। তবে শ্রাবন্তীর সঙ্গেও আমার সব ছবি হিট। ভবিষ্যতে আরও কত নায়িকা আসবে। তাদের সঙ্গেও কাজ করব।
• আপনাকে এমনিতেই খুব ভাল দেখতে, দয়া করে এইট প্যাকস্ বানাবেন না। অত ডেসপারেশন মানায় না।
জিৎ: থ্যাঙ্ক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। কিন্তু এইট প্যাকস্ তো কবেই চলে গেছে। এই তো পুজো গেল, কী প্রচণ্ড খেলাম। তার পর এক্সারসাইজ করা প্রায় বন্ধই করে দিয়েছি। তবে শুরু করব খুব শিগগিরই। এখন পুরোটাই ফ্যামিলি প্যাক।
• আর সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলবেন না। আপনি তো আর মনোজ তিওয়ারি হতে পারবেন না, অভিনেতা জিৎ হিসেবেই থাকুন।
জিৎ:আপনাকে কে বলল যে আমি মনোজ তিওয়ারি হওয়ার জন্য সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলছি? আমার কোনও ইচ্ছেই নেই মনোজ হওয়ার। আমি চেষ্টা করলেও মনোজের মতন ক্রিকেট খেলতে পারব না, যেমন মনোজ ক্যামেরার সামনে আমাদের মতো অ্যাক্টিং পারবে না। আমি সিসিএল খেলি কারণ ক্রিকেট খেলতে আমার ভাল লাগে। ক্রিকেটের মান এক নয় কিন্তু সিসিএলের আয়োজন আইপিএলের থেকে কম নয়। আর তা ছাড়া, সিসিএলের দৌলতেই কত অন্য প্রদেশের লোকেদের সঙ্গে আমাদের চেনাজানা হয়েছে। সিসিএলের জন্যই প্রিয়দর্শনের সঙ্গেও আলাপ হল। একদিন বাড়িতে নেমন্তন্নও করলেন। তাই সিসিএল ছাড়ছি না।
• আপনার বাড়িতে নতুন একজন এল বলে। এ বার একটু রিল্যাক্স করুন। ইতিহাসের জন্য সিনেমা করুন, পয়সার জন্য নয়।
জিৎ: আমি কোনও দিন শুধু পয়সার জন্য ছবি করিনি। আমার কাছে অভিনয় করা একটা প্যাশন। পয়সা যে ইম্পর্টান্ট নয় সেটা বলছি না। কিন্তু সাইকেলে হেলান দিয়ে কাঁদার থেকে বিএমডব্লিউতে বসে কাঁদা বেটার। জন্মদিনের দিন আপনারা শুধু আমার জন্য প্রার্থনা করুন যাতে ভাল কাজ করতে পারি। |
|
|
|
|
|