শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন |
আজ সংসদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে নতুন মন্ত্রীদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী। তবে এফডিআই বিতর্ক নিয়ে গতকালের মত আজও উত্তাল ছিল সংসদ। ১৮৪ ধারায় ভোটাভুটি-সহ আলোচনার দাবিতে অনঢ় বাম ও বিজেপিরা। বিরোধীপক্ষের তুমুল বিক্ষোভে বেলা ১২ টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। ফের বেলা ১২টায় অধিবেশন শুরু হতেই সারাদিনের জন্য মুলতুবি হয়ে যায় লোকসভা। বেলা আড়াইটে পর্যন্ত মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
|
আজ সিলেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী রাজ্যসভায় পেশ হল লোকপাল বিল। কংগ্রেসের শান্তারাম নায়েকের সঙ্গে যৌথভাবে এই রিপোর্ট পেশ করলেন বিজেপির অরুণ জেটলি। রাজ্যগুলিতে লোকায়ুক্ত গড়ার বিষয়টিও রিপোর্ট থেকে বাদ দেওয়ার সুপারিশ জানিয়েছে সিলেক্ট কমিটি। গতবছর লোকসভায় সর্বসম্মতভাবে লোকপাল বিলটি পেশের পর বিরোধীদের তুমুল সমালোচনায় ফের সিলেক্ট কমিটির সুপারিশের জন্য পাঠানো হয়েছিল। সিলেক্ট কমিটির রিপোর্ট অনুযায়ী শর্তসাপেক্ষে লোকপালের আওতায় থাকছেন প্রধানমন্ত্রী। শর্তসাপেক্ষে এর আওতায় আনা হয়েছে সিবিআইকেও।
|