হাসপাতালে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে শনিবার রাতে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভাঙচুর করল রোগীর পরিজনেরা। ভাঙচুরের সময় ভয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে ছেড়ে পালান। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন কল্যাণীর সগুনার বাসিন্দা পলি রায়। শনিবার সন্ধ্যায় অবস্থার অবনতি হলে তাঁকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে ‘রেফার’ করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে তিনি মারা যান। এর পরই ওই রোগিণীর বাড়ির লোকজন ও প্রতিবেশীরা হাসপাতালে ভাঙচুর চালায়। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “ভাঙচুরের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে।” হাসপাতালের সুপার নিরুপম বিশ্বাস অবশ্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই রোগিণীর সঠিক ঠিকঠাকই চিকিৎসা চলছিল। হঠাৎই অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র ‘রেফার’ করা হয়। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার আগে তিনি মারা যান।”
|
রক্ত নমুনায় ডেঙ্গি জীবাণু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
জ্বরে আক্রান্ত রোগীর রক্তের নমুনায় ডেঙ্গি জীবাণু মিলল আলিপুরদুয়ারে। রবিবার সকালে শহরের অরবিন্দ নগরের ওই বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত হয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হন। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু জানান, ৭ দিনে ৩ জন ডেঙ্গিতে মকুমা হাসপাতালে ভর্তি। এ দিন দীপক মোহান্ত নামের এক ব্যক্তি ভর্তি হন। এর আগে বীরপাড়ার বাসিন্দা অজিত রায় এবং কোচবিহারের বাসিন্দা প্রাণেশ ঘোষ হোসপাতালে ভর্তি হন। গত শনিবার অজিতবাবুকে মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত এক মাসে এই নিয়ে পাঁচ জন ডেঙ্গিতে আক্রান্ত হলেন। শহরে মশার প্রকোপ কমাতে উদ্যোগের পাশাপাশি আজ, সোমবার থেকে পুর কর্মীরা নর্দমা সহ বিভিন্ন এলাকা মশা নিধনের কাজ শুরু করবেন বলে পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন।
|
গ্রামাঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চার বছর আগে ছাতনার ফুলবেড়িয়ায় যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই ‘আমাদের হাসপাতাল’-এর চার বছর পূর্ণ হল। রবিবার এই বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তেঘরি পঞ্চায়েতের প্রধান কল্পনা রায়-সহ অনেকে। ওই স্বাস্থ্যকেন্দ্রের অন্যতম কণর্র্ধার পীযূষকান্তি সরকার বলেন, “গ্রামের মানুষকে কম খরচে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সঙ্গে যোগ্য ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত স্বাস্থ্য কর্মী তৈরি করা ও প্রথাগত পদ্ধতিতে যাঁরা চিকিৎসক হতে পারেননি তাঁদের প্রশিক্ষণ দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, এ বার এখানে তাঁরা হাসপাতাল তৈরির লক্ষ্যে এগোচ্ছেন।
|
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পুলিশের উদ্যোগে ডেবরা থানার পাটনা বিবেকানন্দ শিক্ষা নিকেতনে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হল শনিবার। প্রায় সাড়ে ৩ হাজার মানুষের নিখরচায় স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ওষুধও দেওয়া হয়েছে বলে ডেবরা থানা ওসি কৃষ্ণেন্দু হোতা জানান। স্বাস্থ্য শিবিরের সঙ্গেই কুসংস্কার বিরোধী আলোচনাসভারও আয়োজন ছিল। কারণ, ডেবরা থানা এলাকাতে এখনও ডাইনি সন্দেহে নির্যাতনের ঘটনা ঘটে। সাধারণ মানুষকে সচেতন করতেই এই আলোচনাসভা বলে জেলা পুলিশ সুপার সুনীল চৌধুরী জানান। ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী সুকুমার হাঁসদা ও ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) লক্ষীনারায়ণ মিনা।
|
স্বাস্থ্যকেন্দ্রে চুরি
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
শামুকতলার যশোডাঙ্গা ব্লক প্রথমিক স্বাস্থ্য কেন্দ্রের গুদাম থেকে ৪৬টি ডিডিটি স্প্রে মেশিন, ২০টি লোহার বালতি-সহ ম্যালেরিয়ে প্রতিরোধের বেশ কিছু সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় আলিপুরদুয়ার ২ ব্লকের ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলিতে ডিডিটি স্প্রের কাজ বন্ধ হয়ে গিয়েছে। শুক্রবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার জানান, ওই সরঞ্জামগুলি কী ভাবে চুরি হল তার তদন্ত করা হচ্ছে।
|
রক্তাক্ত প্রৌঢ়ের অপমৃত্যু পিজিতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চিকিৎসার জন্য আসেননি। রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালের মূল ভবনের সামনে পুকুরপাড়ে পড়ে ছিলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে তাঁর মৃত্যুকে ঘিরে রবিবার রাতে হাসপাতালে উত্তেজনা ছড়ায়। পুলিশ জানায়, বছর পঞ্চাশের ওই ব্যক্তি কী ভাবে পিজি-র ভিতরে পুকুরের ধারে পৌঁছলেন, তা জানা যায়নি। কেউ তাঁকে আঘাত করে ওখানে ফেলে গিয়েছিল কি না, খোঁজ নেওয়া হচ্ছে। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। |