টুকরো খবর |
শিকলবন্দিনীকে উদ্ধার আশ্রমে
সংবাদসংস্থা • মালকানগিরি |
স্বামী পক্ষাঘাতে শয্যাশায়ী। এই অবস্থায় মালকানগিরিরির কলাহান্ডিশাহি গ্রামে মেয়ে রুমকি বেসরার বাড়িতেই আশ্রয় নেন বছর পঞ্চাশের বলিকা হিয়াল। মেয়ের আর্থিক অবস্থাও শোচনীয়। স্বামী পরিত্যক্তা রুমকি দুই সন্তানকে নিয়ে আধ পেটা খেয়েই দিন কাটান। দিনমজুরির কাজে তাঁকেও বেরোতে হয় বাড়িতে মা ও দুই শিশুসন্তানকে রেখে। অভাবে, দারিদ্রে কয়েক বছর আগে বলিকার মাথার গোলমাল দেখা দেয়। সামনে কাউকে দেখলেই তিনি তেড়ে যান। মেয়ে রুমকি বাধ্য হয়ে মাকে শিকলে বেঁধে কাজ করতে বেরোতেন। খবর যায় জেলা প্রশাসনে। কাল জেলা প্রশাসনের লোকজন এসে বলিকা দেবীকে মুক্ত করে নিয়ে গিয়েছেন। জেলাশাসক এম মুথুকুমার জানান, সমাজকল্যাণ দফতরের কর্মীরা এসে ওই মহিলাকে নিয়ে গিয়েছেন বেসরকারি একটি উদ্ধার আশ্রমে। সরকারি খরচেই তাঁর থাকার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। |
পন্টি-হত্যা নিয়ে এখনও ধন্দে পুলিশ
নিজস্ব প্রতিবেদন |
পন্টি এবং তাঁর ভাই হরদীপ চাড্ডার খুনোখুনি নিয়ে রহস্য বেড়েই চলেছে। শনিবার দক্ষিণ দিল্লির ছত্তরপুরের খামার বাড়িতে এই ঘটনা ঘটে। কিন্তু ঠিক কী ঘটেছিল খামার বাড়িতে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ।প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, কাল সকাল থেকে ঝামেলার সূত্রপাত খামার বাড়িটির মালিকানা নিয়েই। সকালে পন্টির লোক সেখান থেকে হরদীপের লোককে বের করে তালা লাগিয়ে দেন। হরদীপ তখন নয়ডায় বৈঠক করছিলেন। তাঁর কাছে এই খবর গেলে তড়িঘড়ি খামার বাড়ির দিকে রওনা দেন তিনি। তদন্তকারী অফিসাররা জানান, দুপুরের আগে পন্টি তাঁর বন্ধু সুখদেব নামধারীকে ওই খামার বাড়িতে আসতে বলেন। নামধারী উত্তরপ্রদেশ সংখ্যালঘু কমিশনের সদস্য। তিনি এবং হরদীপ প্রায় একসঙ্গে খামার বাড়িতে পৌঁছন। তদন্তকারী অফিসারদের দাবি, হরদীপের সঙ্গে পন্টির তর্কাতর্কি শুরু হয়ে যায়। হঠাৎই হরদীপ পিস্তল বের করে গুলি চালান। গুলি লাগে পন্টির দেহরক্ষী নরেন্দ্র এবং পন্টির গায়ে। এর পরে দুই ভাইয়ের দেহরক্ষীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়। নিহত হন পন্টি এবং হরদীপ। পন্টির শরীরে ১২টি গুলি লেগেছে। হরদীপের চারটি। নরেন্দ্র হাসপাতালে। পুলিশের আরও দাবি, পন্টি এবং হরদীপের দেহরক্ষীরা ছাড়াও দুই ভাইয়ের বহু লোক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁদের কাছে এ কে ৪৭, ৯ এমএম পিস্তলের মতো অত্যাধুনিক অস্ত্রও ছিল। তাঁরাও গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েন। এখন প্রশ্ন, দু’টি দলের মধ্যে গুলি বিনিময় হলেও পন্টি, হরদীপ এবং পন্টির দেহরক্ষী নরেন্দ্র ছাড়া আর কারওর গায়ে গুলি লাগল না কেন? ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ১৫ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পন্টির দেহের দ্বিতীয় বার ময়নাতদন্ত করা হবে। |
মুসলিম হলেও ঠাকরের প্রিয় ছিলেন পার্কার
সংবাদসংস্থা • মুম্বই |
সংখ্যালঘু-বিরোধী রাজনীতিক বলেই পরিচিত ছিলেন বালাসাহেব ঠাকরে। কিন্তু পাঁচ বছর ধরে তাঁর চিকিৎসার গুরুদায়িত্ব বহন করেছেন এক মুসলিম চিকিৎসক। লীলাবতী হাসপাতালের জলিল পার্কারই গত কাল ঘোষণা করেছেন শিবসেনা প্রধানের মৃত্যুসংবাদ। চোখে জল এসে গিয়েছিল তাঁর। বছর পাঁচেক আগে বালাসাহেবের ফুসফুসের অসুস্থতা সারান পার্কার। তখন থেকেই ঠাকরে পরিবারের আস্থাভাজন তিনি। ২০০৯ সালে বালাসাহেবের হৃদ্রোগের চিকিৎসা করেন তিনি। উদ্ধবের অ্যাঞ্জিওপ্ল্যাস্টির সময়েও চিকিৎসক দলের নেতৃত্বে ছিলেন পার্কার। বালাসাহেবের চিকিৎসক মুসলিম, এ নিয়ে কিছুটা আলোচনা হলেও বিষয়টি নিয়ে কখনও মন্তব্য করেননি পার্কার। শুধু জানিয়েছেন, বালাসাহেব তাঁকে খুবই পছন্দ করতেন। |
ডুবে মৃত্যু দুই শিশুর
সংবাদসংস্থা • খগাড়িয়া |
ছট উৎসব শুরুর মুখেই দুর্ঘটনা। বিহারে খগাড়িয়া জেলায় মথুরাপুরে আজ পুকুরে ডুবে মৃত্যু ঘটেছে দুই শিশুর। পুলিশ সূত্রে ও পঞ্চায়েত প্রধান রিতা দেবীর কাছ থেকে জানা যায়, ছটপুজো উপলক্ষেই মাঙ্গলিক কিছু অনুষ্ঠান সারতে এ দিন একটি বড় পুকুরের ধারে জড়ো হয়েছিলেন মহিলারা। পুকুরের ঘাটে বাড়ির মেয়েরা যখন কৃত্যানুষ্ঠানে ব্যস্ত তখনই সকলের চোখ এড়িয়ে শিশু দু’টি জলে নামে। কিন্তু টাল সামলাতে না পেরে তারা গভীর জলে তলিয়ে যায়। দু’জনকে যখন উদ্ধার করা হয় তখন তারা সব চিকিৎসার বাইরে। উৎসহের মুখে গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। |
গুদামে আগুন
সংবাদসংস্থা • শিলচর |
আগুনে ক্ষতিগ্রস্ত হল ভারতীয় খাদ্য নিগমের (এফসিাই) চালের গুদাম। কাল মণিপুরের জিরিবামে ঘটেছে এই অগ্নিকাণ্ড। তবে দমকলকর্মীরা দ্রুত এসে আগুনের মোকাবিলায় নেমে পড়ায় আগুন খুব বেশি ছড়াতে পারেনি। সৌভাগ্যক্রমে গুদামে চাল ছিল না। ফলে আরও বড় রকমের ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মেঞ্জর সিংহ দাবি করেন, এটি অন্তর্ঘাত। এক বা একাধিক দুষ্কৃতীই গুদামে আগুন লাগায়। তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। |
মকবুলের খেলনা
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
প্রথম সন্তানের জন্য নিজের হাতে কিছু খেলনা বানিয়েছিলেন মকবুল ফিদা হুসেন। ২১ নভেম্বর আর্ট বুল নামে একটি নিলাম সংস্থার উদ্যোগে সেগুলিরই নিলাম হবে। সংস্থা সূত্রের খবর, উল্লেখযোগ্য দু’টি খেলনার মধ্যে একটিতে বসে রয়েছে ড্রাম বাদক। অন্য একটিতে এক ড্রাম বাদক দাঁড়িয়ে আছে। এই খেলনা দুটির দাম উঠতে পারে ৯ থেকে ১৫ লক্ষ টাকা। |
হরিয়ানায় ধর্ষণ নাবালিকাকে
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীগড় |
তেরো বছরের মেয়েকে বিহার থেকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল কিছু ট্রাক চালকের বিরুদ্ধে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, জিন্দে ওই মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। মেয়েটির অভিযোগ, বিহারের এক গ্রাম থেকে এক ট্রাক চালক তাকে অপহরণ করে। জিন্দে তাকে ধর্ষণ করে একাধিক ট্রাক চালক। |
জন্মদিন বাতিল
সংবাদসংস্থা • মুম্বই |
বালাসাহেবের মৃত্যুতে শোকাহত দিলীপ কুমার নিজের জন্মদিন পালন করবেন না। ১১ ডিসেম্বর তাঁর জন্মদিন। এ বছরে রাজেশ খন্না, যশ চোপড়া এবং বালাসাহেব-একসঙ্গে তিন জনের মৃত্যু হওয়ায় নিজের জন্মদিন পালন করতে নারাজ দিলীপ কুমার। |
সিঙ্গুরের মতো
সংবাদসংস্থা • ভোপাল |
ক্রমশই সিঙ্গুরের মতো পরিস্থিতি হচ্ছে মধ্যপ্রদেশের ডোঙ্গারিয়া ও বুজবুজা গ্রামের। আজ এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী নেতা অজয় সিংহ। ওই দুই গ্রামে কৃষিজমি অধিগ্রহণ করতে উদ্যোগী হয়েছে রাজ্য। |
কার্ফু শিথিল
সংবাদসংস্থা • গুয়াহাটি ও ধুবুরি |
২৪ ঘণ্টায় নতুন কোনও প্রাণহানি বা রক্তপাত না ঘটায় রবিবার সকাল থেকে কার্ফু শিথিল করা হল কোকরাঝাড়ে। তবে বলবৎ রয়েছে সান্ধ্য আইন। কাল মনকুমার ব্রহ্মকে গ্রেফতারের পরে উত্তপ্ত বড়োল্যান্ড আপাতত শান্ত। বিপিএফ ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে ঘোষণা করলেও কংগ্রেসের সঙ্গে মিত্রতাভঙ্গের সিদ্ধান্ত নেয়নি। |
শ্রদ্ধাঞ্জলি দিবস
সংবাদসংস্থা • মুম্বই |
বালাসাহেবের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বন্ধ ডাকল মহারাষ্ট্র ব্যবসায়ী সমিতি। দিনটি তারা ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ হিসেবে পালন করবে। |
নতুন সভাপতি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসম সাহিত্য সভার নতুন সভাপতি হলেন ইমরান শাহ। আজ সাহিত্য সভার নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জিতেছেন ইমরানবাবু। তিনি পেয়েছেন ৫৯৮টি ভোট। |
জম্মুতে স্টেডিয়াম
সংবাদসংস্থা • জম্মু |
রাজ্যে খেলাধূলার মান বাড়াতে ইন্ডোর স্টেডিয়াম তৈরি করার উদ্যোগ নিল জম্মু-কাশ্মীর সরকার। স্টেডিয়ামটি তৈরি করতে খরচ হবে ১৩ কোটি টাকা। |
ফেরারি গ্রেফতার |
তেরো বছরের মেয়েকে বিহার থেকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল কিছু ট্রাক চালকের বিরুদ্ধে। হরিয়ানা পুলিশ জানিয়েছে, জিন্দে ওই মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার অভিযোগ, বিহারের গ্রাম থেকে এক ট্রাক চালক তাকে অপহরণ করে। জিন্দে তাকে ধর্ষণ করে একাধিক ট্রাক চালক। |
|