আন্তর্জাতিক কর্মশালা
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং |
বিরল প্রজাতির প্রাণীদের খাঁচার-জীবন যাপন নিয়ে শনিবার পাঁচ দিনের এক আন্তর্জাতিক কর্মশালা শুরু হল দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। খাঁচার সংক্ষিপ্ত পরিসরে তাদের বাড়-বৃদ্ধি, সুখ-দুঃখ, পছন্দ-অপছন্দ--বিরল প্রজাতির স্নো লেপার্ড থেকে রেড পান্ডা, সবার কথাই কর্মশালায় তুলে ধরবেন বিশেষজ্ঞরা। এই কমর্র্শালার আয়োজন হত ডারেল ট্রাস্টের সদর দফতর ইংল্যান্ডে। এ বার সেই প্রথা ভেঙে ওই ট্রাস্টের বিশেষজ্ঞরা আসছেন দার্জিলিঙে। দেশের পশু বিশেষজ্ঞ, পশু চিকিৎসকদের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, নেপালের ৩৪ জন প্রতিনিধিও আসছেন কর্মশালায় যোগ দিতে। এসেছেন সেন্ট্রাল জু অথরিটির সদস্য সচিব বিএস বোনাল। দার্জিলিং চিরিয়াখানার অধিকর্তা অলঙ্কার ঝা বলেন, “প্রাণী সংরক্ষণ, বংশবিস্তার এবং ওই বিষয়ে চিরিয়াখানা কর্মীদের কী ধরনের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তা নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা জানাবেন ডারেল ট্রেনিং সেন্টারের প্রধান জেমি কপস।” দার্জিলিং চিরিয়াখানায় বহু বিরল প্রজাতির প্রাণী রয়েছে। কর্মশালা শেষে দেশের দু-জন পশু চিকিৎসক এবং দু’টি চিড়িয়াখানার আধিকারিক ইংল্যান্ডে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্টে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
|
হাতির পায়ে পিষ্ট বৃদ্ধা
সংবাদসংস্থা • গুয়াহাটি |
হাতির হানায় মারা গেলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়া জেলায়। পুলিশ জানিয়েছে, গত রাতে হাতির পাল ২ নম্বর রাক্ষসিনী গ্রামে হানা দেয়। তাদের পায়ের চাপে বেশ কিছু বাড়ি ভাঙে। ঘুমের ভিতরেই ভাঙা বাড়ির তলায়, হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যান এক বৃদ্ধা। অন্য দিকে, বাক্সার পানবাড়ি এলাকায় জীবন বিলং নামে এক চোরাশিকারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে দু’টি হস্তনির্মিত বন্দুক উদ্ধার হয়েছে।
|
চিতার হামলা
সংবাদসংস্থা • শামুকতলা |
চিতার হামলায় জখম হয়েছেন এক বৃদ্ধ। শুক্রবার রাতে কুমারগ্রামের সংকোশ বস্তির ঘটনা। বাজার থেকে ফেরার সময় চিতাটি ঝোপ থেকে ওই বৃদ্ধের উপর ঝাঁপায়।
|
হাতির হানায় মৃত্যু
সংবাদসংস্থা • পুরুলিয়া |
দলছুট এক দাঁতালের হানায় পুরুলিয়া-ঝাড়খণ্ড সীমানাবর্তী হরিদা গ্রামে মৃত্যু হল মধু মাহাতো (৩৮) নামে এক যুবকের। তাঁর বাড়ি ঝালদার সংগ্রামডিতে। |