টুকরো খবর |
ইজরায়েলি হানা গাজার প্রধানমন্ত্রীর দফতরে
সংবাদসংস্থা • জেরুজালেম |
শুক্রবার গাজার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সদর দফতরে এসেছিলেন মিশরের প্রধানমন্ত্রী হিশাম কান্দিল। আর শনিবারই ইজরায়েলের বিমান হানায় গুঁড়িয়ে গেল সেই দফতর। একই সঙ্গে হামলা চলল গাজায় হামাসের সরকারি ভবন, অভ্যন্তরীণ মন্ত্রকের দফতর, পুলিশ ছাউনি এবং জঙ্গি প্রশিক্ষণ শিবিরে। প্যালেস্তাইনের দাবি, বুধবার থেকে এ পর্যন্ত গাজায় ইজরায়েলি হামলার বলি ছয় শিশু-সহ ৩৮ জন। আহত ৩৪৫। গত বুধবার থেকেই ফের মাথা চাড়া দিয়ে ওঠে ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ। ইজরায়েল জানিয়েছে, জেরুজালেম এবং তেল আভিভকে লক্ষ্য করে শুধু শুক্রবারই প্রায় ৫৮০টি রকেট ছোড়ে প্যালেস্তাইন। নিহত হন তিন ইজরায়েলি। আহত ১৩। তার পাল্টা জবাবে শনিবার গাজায় বিমান-হানা চালাল ইজরায়েল। ইজরায়েলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে মিশরের সঙ্গে গাজার সংযোগকারী চোরা রাস্তাও। যা দেখে একাংশের ধারণা, ২০০৮-০৯ পর আবার প্যালেস্তাইনের মাটিতে হামলা চালাতে পারে আইডিএফ (ইজরায়েল ডিফেন্স ফোর্স)।
|
সপ্তসুরের যাত্রা
সংবাদসংস্থা • লন্ডন |
বিখ্যাত ব্রিটিশ গায়িকা এবং অভিনেত্রী রিহানা ‘ট্রিপল সেভেন’ যাত্রা শুরু করতে চলেছেন। উত্তর আমেরিকা এবং ইউরোপের সাতটি দেশে সাত দিনে সাতটি সঙ্গীতানুষ্ঠান করবেন তিনি। এই রোমাঞ্চকর সঙ্গীত-যাত্রা উপলক্ষে নিজস্ব ‘ডেলটা বোয়িং’ বিমানে একটি আনন্দ-অনুষ্ঠানের আয়োজন করলেন রিহানা। শ্যাম্পেন, টাকিলা ইত্যাদি বহুবিধ পানীয় ও খাদ্যসহ অতিথিদের নিয়ে বিমানটি লস এ্যাঞ্জেলেস থেকে মেক্সিকোর পথে রওনা দিয়েছে। সেখানেই এই সঙ্গীত-যাত্রার প্রথম অনুষ্ঠান করবেন এই গায়িকা।
|
মঙ্গলে প্রাণ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
মঙ্গল গ্রহে যথেষ্ট পরিমাণ জল রয়েছে, যার তাপমাত্রা ৫০ থেকে ১৫০ ডিগ্রি সেলসিয়াস। ইউনিভার্সিটি অফ লেস্টার ও ওপেন ইউনিভার্সিটির যৌথ গবেষণায় এ কথা প্রমাণ হল। এই তাপমাত্রার জলে পৃথিবীর আণুবীক্ষনিক প্রাণীরা বেঁচে থাকে। বিজ্ঞানীদের আশা, এই জলের সূত্র ধরেই মঙ্গলে মিলতে পারে প্রাণের সন্ধান।
|
দূরতম ছায়াপথ
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
ব্রহ্মাণ্ডের দূরতম নক্ষত্রপুঞ্জের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার দুটি বিশেষ টেলিস্কোপ এবং সাধারণ উত্তল লেন্সের সাহায্যে এই ছায়াপথ দেখা গিয়েছে। নাম এমএসিএস০৬৪৭-জেডি। পৃথিবীতে এর আলো এসে পৌঁছতে সময় লেগেছে তেরো’শ কোটি বছর।
|
নাম-বিভ্রাট
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মায়ানমার সফর কেন্দ্র করে তৈরি হয়েছে এক অদ্ভুত সমস্যা। বর্মা নাকি মায়ানমার, কোন নামটি উল্লেখ করবেন ওবামা? ২৩ বছর আগে বর্মা নামটি পরিবর্তন করে মায়ানমার করা হলেও আমেরিকা, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড ইত্যাদি দেশে সরকারি খাতায় বর্মা নামটিই ব্যবহৃত হয়।
|
বিতর্কিত আয়ার্ল্যান্ড
সংবাদসংস্থা • লন্ডন |
সবিতা-মৃত্যুর জেরে সমগ্র আয়ার্ল্যান্ডে গর্ভপাতের উপর নিষেধাজ্ঞা তোলার দাবিতে প্রতিবাদ চলছে। আয়ার্ল্যান্ডের মতো ক্যাথলিক প্রধান দেশে গর্ভপাত বেআইনি। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও গর্ভপাতের উপর নিষেধাজ্ঞার ফলে ভারতীয় মহিলা সবিতা হালাপ্পানাভারের মৃত্যু ঘটে। এই ঘটনা প্রমাণ করে দেয়, আয়ার্ল্যান্ডের নীতি ও আইনের মধ্যে বিস্তর ফাঁক রয়ে গিয়েছে।
|
মুশারফের মন্তব্য
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
পাক-সেনাবাহিনী চায়, কাশ্মীর সমস্যা মিটিয়ে নিয়ে ভারতের সঙ্গে শান্তিচুক্তি স্থাপন করুক পাকিস্তান। শনিবার এ কথা জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ।
|
আমেরিকার আর্জি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
তিব্বতের মানবাধিকার আইন নিয়ে নতুন চিন্তা-ভাবনা করতে চিনকে অনুরোধ জানাল আমেরিকা। তিব্বতিদের আত্মহত্যার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে চিনের গুরুত্ব দেওয়া উচিত। তিব্বত ছাড়াও চিনের মানবাধিকার অবস্থার উন্নতি করা প্রয়োজন বলে জানান মার্কিন সরকারের মুখপাত্র ভিক্টোরিয়া নিউল্যান্ড।
|
নিলামে বন্ড বাইক
সংবাদসংস্থা • লন্ডন |
সুপারস্টার ড্যানিয়েল ক্রেগ এর মোটরবাইক হন্ডা এ বার নিলামে। নিলামে প্রাপ্ত মূল্য দিয়ে বঞ্চিত শিশুদের সাহায্য করা হবে। স্কাইফলের মতো হিট ফিল্মে ব্যবহৃত হয়েছে এই মোটরবাইক। |
|