দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় রানার্স বর্ধমান |
বিশ্ববিদ্যালয় ‘দেহসৌষ্ঠব’ প্রতিযোগিতায় ব্যক্তিগত বিভাগে খেতাব জিতলেন হুগলির ভদ্রেশ্বর কলেজের প্রসেনজিৎ দাস। রানার্স বর্ধমান রাজ কলেজের সজল ধর। বিশ্ববিদ্যালয়ের জিমনাশিয়াম হলে অনুষ্ঠিত প্রতিযোগিতাটি থেকে বেছে নেওয়া হয় চার জনের একটি দল। প্রসেনজিৎ ও সজল ছাড়াও রয়েছেন হুগলির খলিসানি মহাবিদ্যালয়ের সঞ্জীব দাস ও শেখর দাস। আগামী বছর জানুয়ারির ১৮ থেকে ২১ তারিখ পর্যন্ত রাজস্থানের উদয়পুরে আন্তঃবিশ্ববিদ্যালয় দেহসৌষ্ঠবের সর্বভারতীয় প্রতিযোগিতা হবে।
|
বালিকাকে ধর্ষণ, গ্রেফতার অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সাত বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগে বছর ত্রিশের এক যুবককে গ্রেফতার করল অন্ডাল থানার পুলিশ। শনিবার দুপুরে সিঁদুলির বারুদঘর এলাকায় ঘটনাটি ঘটে। ওই শিশুর বাবা অন্ডালের বনবহাল ফাঁড়িতে অভিযোগ করেন, এ দিন দুপুর ১টা নাগাদ তাঁর মেয়েকে লোভ দেখিয়ে স্থানীয় একটি জঙ্গলে নিয়ে যায় উমেশ। তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই শিশুর চিৎকারে প্রতিবেশিরা উমেশকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
|
দুর্ঘটনায় যুবকের মৃত্যু কাটোয়ায় |
সাইকেলে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম উত্তম মাঝি (৩৫)। বাড়ি কাটোয়ার কারুলিয়া গ্রাম। বৃহস্পতিবার সন্ধ্যায় নিগনে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। কৈচরের কাছে একটি বাস তাঁকে ধাক্কা মারে। মঙ্গলকোটের সিঙ্গত গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
|
বর্ধমানের কেন্দ্রার একটি পুকুর থেকে শনিবার অঞ্জলি ভুঁইয়া (৪৫) নামে এক বধূর মৃতদেহ উদ্ধার হল। তদন্ত শুরু করেছে পুলিশ। |