|
|
|
|
দুই ভাইয়ের সেতু হবেন বালাসাহেবই, আশায় সেনা |
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
তিনি চান দুই ভাই হাত ধরুন।
মাতশ্রীর তিন তলার বিছানায় শুয়ে পাঞ্জা লড়ছেন বালাসাহেব কেশব ঠাকরে। আর এই বাড়িতেই বালাসাহেবের কোলে ছেলেবেলা কেটেছে দু’ভাইয়ের। উদ্ধব-রাজের।
ঠাকরে পরিবারের বাইরের দুনিয়ায় প্রবল প্রতাপ। কিন্তু, ঘরের ছবিটি আর পাঁচটা মধ্যবিত্ত মরাঠি পরিবারের মতোই। উদ্ধব ও রাজের বাবা দুই ভাই। মায়েরা দুই বোন। মিলেমিশে যৌথ পরিবার।
রাজনীতির খেলায় আজ দুই ভাই হাঁটছেন দু’পথে। নতুন দল গড়েছেন রাজ। হাবেভাবে তিনি অবিকল বালাসাহেব। তাতেই বাজিমাত! আর উদ্ধবের হাতে বাবার সাজানো বাগান। গোটা শিবসেনার সংগঠন। শিবসৈনিকদের সাম্রাজ্য। |
|
|
|
উদ্ধব ঠাকরে |
বাল ঠাকরে |
রাজ ঠাকরে |
|
তবুও নাড়ির টান। উদ্ধব অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হাসপাতালে গেলে ছুটে যান রাজ। নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে তাঁকে বাড়ি নিয়ে আসেন। অসুস্থ বালাসাহেবের পাশে কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা।
বালাসাহেবও চান, এ বার হাত মেলান দুই ভাই। রাজ্য থেকে কংগ্রেসকে উৎখাত করতে একযোগে উদ্যোগী হোক শিবসেনা ও রাজের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। দশেরার সভাতেও ঘুরিয়ে ফিরিয়ে সেই ইচ্ছাই প্রকাশ করেছিলেন তিনি।
মাতশ্রীর সামনে ভিড় করা চোখগুলির কৌতূহলী প্রশ্ন, অসুস্থ বালাসাহেবের পাশে যখন দুই ভাই রয়েছেন, এ বারে কি তাঁরা মিলবেন? রাজ কি ফিরে যাবেন শিবসেনায়?
দলের এক নেতা বলেন, “অসম্ভব নয়। দু’জনের মধ্যে তিক্ততা কমেছে।” বালাসাহেব সক্রিয় থাকতেও কিন্তু রাজকে সমর্থন করেছেন। সম্প্রতি মুম্বইয়ে দাঙ্গার পর রাজ যে বিশাল জনসভা করলেন, তাতে বালাসাহেবই সমর্থন দিয়েছেন।” ওই নেতার মতে, বালাসাহেব দুই ভাইয়ের মিলনের ক্ষেত্র ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছেন। এখন কেবল সময়ের অপেক্ষা।
কিন্তু ইগো? সেটাই না কি এখনও অন্তরায়। শিবসেনায় যে ‘সম্মান’ পাননি রাজ, আজ তিনি সেটি অর্জন করেছেন। উদ্ধবের ছাতার তলায় গিয়ে তা ছাড়তে চান না তিনি। আবার উদ্ধব কি পারবেন শিবসেনায় রাজকে সেই ‘সম্মান’ দিতে? রাজের অনুগামী প্রবীণ খারের বক্তব্য, ২০১৪-র আগে কিছু হবে বলে মনে হয় না। লোকসভার পাশাপাশি সে বছরেই মহারাষ্ট্রে বিধানসভা ভোট। রাজের নিজস্ব শক্তি রয়েছে। দু’জনে আলাদা থাকলেই শক্তি বাড়াতে পারবেন। ২০১৪-তে আসন সমঝোতা হতেই পারে।
বিজেপি-র বহু দিনের জোটসঙ্গী শিবসেনা। শিবসেনার পাশাপাশি রাজের সঙ্গেও জোট গড়তে চায় তারা। বিজেপি নেতা গোপীনাথ মুন্ডের মতে, দু’ভাই একজোট হলে উদ্ধব সংগঠন সামলাতে পারেন। রাজ হয়ে উঠতে পারেন শিবসেনার মুখ।
প্রশ্ন একটাই, বিড়ালের গলায় প্রথম ঘণ্টাটি কে বাঁধবেন? |
|
|
|
|
|