হামলায় হত হামাসের শীর্ষনেতা |
ইজরায়েলে অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন হামাসের এক শীর্ষনেতা। দীর্ঘদিন ধরেই গাজা নিজেদের দখলে রেখেছে হামাস। তাই ক্ষেপণাস্ত্র হামলায় হামাসের শীর্ষনেতার মৃত্যুকে হামাসের বিরুদ্ধে বেশ বড়সড় সাফল্য বলেই মনে করছে ইজরায়েল।
|
বাল ঠাকরের শারীরিক অবস্থার অবনতি |
শিবসেনা সুপ্রিমো বাল ঠাকরের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ফুসফুসের সমস্যা ও শ্বাস কষ্টে ভুগছেন তিনি। গত কালই তাঁকে মুম্বইয়ের লীলাবতি হাসপাতাল থেকে নিজের বাসভবন মাতুশ্রীতে নিয়ে আসা হয়। বাড়িতেই বসে বিশেষজ্ঞ চিকিত্সকদের বোর্ড। বালাসাহেব ঠাকরের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে। জরুরী ভিত্তিতে ছুটি বাতিল করা হয়েছে মুম্বই পুলিশের। মাতুশ্রীর সামনে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, রয়েছে র্যাফ। মহারাষ্ট্র জুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। মাতুশ্রী থেকে বেড়িয়ে যাওয়ার আগে বালাসাহেব-পুত্র উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে জানিয়েছেন চিকিত্সকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। জনগণের উদ্দেশ্যে দুজনেই শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সরিয়ে নেওয়া হয়েছে জীবনদায়ী ব্যবস্থাও। |