রামপুরহাটে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কালীপুজোর রাতে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ছিনতাইবাজদের কবলে পড়লেন এক দম্পতি। মঙ্গলবার রাতে রামপুরহাট থানার চাকপাড়া থেকে আটলা যাওয়ার পথে ওই ছিনতাই হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের ব্যবসায়ী পরাশর বন্দ্যোপাধ্যায় চাকপাড়া থেকে একটি গাড়িতে পরিবারকে নিয়ে তারাপীঠে যাচ্ছিলেন। যাওয়ার পথে একটি বাঁকের মুখে কাটা ধান পড়ে থাকায় তাঁরা গাড়ি থামাতে বাধ্য হন। পরাশরবাবু পুলিশের কাছে তাঁর অভিযোগে জানিয়েছেন, গাড়ি থামালে অন্ধকার থেকে দু’জন দুষ্কৃতী মোটা লাঠি হাতে বেরিয়ে আসে। সঙ্গে যা কিছু আছে পরাশরবাবুদের বের করে দিতে বলে। না দিলে গাড়ি ভাঙচুর ও মারধর করা হবে বলে হুমকি দিতে থাকে। পরাশরবাবুর দাবি, এরপরেই তিনি হাতের আংটি, স্ত্রীর গয়নাগাটি, নগদ টাকা ও দু’টি মোবাইল ওই দুষ্কৃতীদের দিয়ে দিতে বাধ্য হন। ছিনতাই করে একটি মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা চাকপাড়ার দিকে পালিয়ে বলে জানিয়েছেন পরাশরবাবু। পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে। শীঘ্রই তাদের ধরা হবে। |
নদী বাঁধের দাবি
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
পাড় ভাঙতে ভাঙতে নদী প্রায় পৌঁছে গিয়েছে বাড়ির দোরগোড়ায়। যেকোনও দিন নদীর গ্রাসে পড়বেন এই আশঙ্কায় দিন কাটাচ্ছেন ময়ূরেশ্বরের বাজিতপুর গ্রামের বাগদি পাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে আবেদন করা হলেও নদীর পাড় বাঁধানো হয়নি। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদি পাড়ার পাশ দিয়েই বয়ে গিয়েছে দ্বারকা নদী। গত কয়েক বছর ধরে ওই নদীর পাড় ভাঙতে ভাঙতে বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তা দেখে গ্রামকে গ্রাম নদীর গ্রাসে চলে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট বাজিতপুর পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের সৈয়দ কাশাফউদ্দোজা বলেন, “পঞ্চায়েতের পক্ষে ওই নদীবাঁধ নির্মাণ সম্ভব নয়। তাই বিধায়কের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।” অন্য দিকে, ময়ূরেশ্বরের বিধায়ক সি পি এমের অশোক রায়-এর দাবি, “এই ব্যাপারে রাজ্য সেচ দফতরে প্রস্তাব দেওয়া হয়েছে।” |
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার বিকেলে রামপুরহাট থানার মৃত্যুঞ্জয়পুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত যুবকের নাম বিজয় ধীবর (২০)। তাঁর বাড়ি মৃত্যুঞ্জয়পুর গ্রামেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম সংলগ্ন ব্রাহ্মণী নদীর ধারে একটি গাছে ওই দেহ ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে ময়না-তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, মা বাড়ি ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন থেকে অবসাদে ভুগছিলেন বিজয়। পুলিশের অনুমান, তার জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বুধবারই দেহটির ময়না-তদন্ত করা হয়েছে। |
যাত্রী প্রতীক্ষালয়ের দাবি লাভপুরে
নিজস্ব সংবাদদাতা • লাভপুর |
যাত্রী প্রতীক্ষালয় না থাকার জন্য অসুবিধায় পড়েছেন বীরভূম-মুশির্দাবাদ সীমান্ত এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ। লাভপুরের লাঙলহাটায় ওই যাত্রী প্রতীক্ষালয়টি তৈরি করার দাবি বহুদিনের। কিন্তু এলাকাবাসীর দাবি, বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি। যদিও সংশ্লিষ্ট ঠিবা পঞ্চায়েতের প্রধান তৃণমূলের মায়ারানি মণ্ডলের দাবি, “উপযুক্ত জায়গার অভাবে ওখানে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা যাচ্ছে না।” |
দুর্ঘটনায় অপমৃত্যু হল ৫ বছরের এক বালিকার। মঙ্গলবার দুপুরে মুরারই থানার আব্দুল্লাহপুর গ্রামের ঘটনা। পুলিশ জানায়, মৃত বালিকার নাম রিম্পি খাতুন (৫)। তার বাড়ি আব্দুল্লাহপুরেই। ঘটনার দিন রিম্পি বাড়ির কাছে একটি নলকূপ থেকে স্নান করে ফিরছিল। হেঁটে ফেরার পথে ঢালাই রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বুধবারই সেখানে দেহটির ময়না-তদন্ত করা হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। |