ভাইফোঁটার পরে চাক্কা জ্যাম মিনিবাসের |
বর্ধিত ভাড়া নিয়ে তীব্র অসন্তোষের জেরে আন্দোলনে নামার হুমকি দিল মিনিবাস মালিক সংগঠন। তাঁদের দাবি, সাধারণ বাসের যে হারে ভাড়া বেড়েছে সেই হারেই বেড়েছে মিনিবাসের ভাড়া। অথচ সাধারণ বাসের থেকে মিনিবাসের ভাড়া বেশি হওয়া উচিত্। কিন্তু তা না হওয়ায় লোকসান হচ্ছে বলে জানান বাস মালিকরা। কোনও কোনও ক্ষেত্রে পুরনো ভাড়াও নিতে হচ্ছে। শহরে প্রায় ২,৫০০টি মিনিবাস চলে। পেট্রোপণ্য ও যন্ত্রাংশের বর্ধিত মূল্য এবং তার সঙ্গে তাল মিলিয়ে বাস ভাড়া না বাড়ায় ইতিমধ্যে বসে গিয়েছে ১৫০০টি বাস। তাই বাধ্য হয়েই ভাইফোঁটার পর চাক্কা জ্যামের পথে হাঁটতে হবে বলে ইঙ্গিত দিয়েছে মিনিবাস কো-অর্ডিনেশন কমিটি। এই নিয়ে আগামী ১৬ তারিখ বৈঠকে বসবে মিনিবাস মালিক সংগঠন। সিদ্ধান্ত হবে ১৭ তারিখ।
|
কলকাতা বিমানবন্দরে ব্যাগ ঘিরে বোমাতঙ্ক |
আজ সকালে কলকাতা বিমানবন্দর চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ ধরে ব্যাগটি পড়ে থাকে। কোনও দাবিদার না থাকায় ব্যাগটিকে ঘিরে শোরগোল পড়ে যায়। মুহূর্তেই জায়গাটি খালি করে দেওয়ার ব্যবস্থা করেন নিরাপত্তারক্ষীরা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াডের সদস্যরা এসে ব্যাগটি পরীক্ষা করেন। তারা জানিয়েছেন ব্যাগে কোনও বিস্ফোরক দ্রব্য মেলেনি। |