দক্ষিণবঙ্গে ভূকম্পণ, রিখটার স্কেলে মাত্রা ৬.৬ |
আজ সকাল ৬টা ৪৬ মিনিটে ভূকম্পণ অনুভূত হয় দক্ষিণবঙ্গে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৬। ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমারে হলেও তার তীব্রতা ভাল ভাবেই অনুভূত হয়েছে। বিশেষ করে নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত নেই।
|
কাঁচড়াপাড়ার বীজপুরে ডাকাতি |
নৈহাটি বীজপুরে থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রমা ওঁরাও-এর বাড়িতে রাতভর লুঠপাট চালাল ডাকাতরা। গভীর রাতে ৫-৬ জন সশস্ত্র দুষ্কৃতী ওই প্রৌঢ় দম্পতির বাড়িতে দরজা ভেঙে ঢুকে তাঁদের হাত-পা বেঁধে প্রায় ৬ ভরি সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করে। পুলিশে খবর দেওয়া হলে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় দুষ্কৃতীরা। সকালে প্রতিবেশীরা দরজা ভাঙা দেখে বাড়ি ঢুকে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে থানার এত কাছে কী করে এত বড় ঘটনা ঘটল, তা নিয়ে যথেষ্ট অসন্তোষ রয়েছে বাসিন্দাদের মধ্যে।
|