সমন্বয়ের অভাবে বিলম্বিত নবজাতকের চিকিত্সা |
এসএসকেএম-এ দুটি বিভাগের সমন্বয়ের অভাবে ২৮ দিন ধরে আটকে রইল নবজাতকের গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। নবজাতকের টিউমারের চিকিত্সা বা অস্ত্রোপচার হাসপাতালের দুটি বিভাগের চাপান উতরের ফলে পড়ে রইল। জন্মের পর শিশুটির হাতে টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয় নবজাতক শল্য চিকিত্সা বিভাগে। তারপর ২৮ দিন বয়স হয়ে যাওয়ায় শিশুটির পরবর্তি অস্ত্রোপচার শিশু শল্য চিকিত্সা বিভাগে করানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু এই দুই বিভাগের সমন্বয়ের অভাবে এখনও শিশুটির টিউমারের দ্বিতীয় অস্ত্রোপচার করা হয়নি। আজ রাজ্যের শিশু স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান শ্রী ত্রিদিব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। শিশু শল্য বিভাগেই শিশুটির দ্বিতীয় অস্ত্রোপচারের নির্দেশ দিয়েছে রাজ্যের শিশু স্বাস্থ্য দফতর। দায়িত্বে থাকছেন প্রথম অস্ত্রোপচারের দায়িত্বে থাকা ডঃ দীপঙ্কর জানা।
|
গুয়েতামালায় ভূমিকম্প, মৃত ৪৮ |
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল গুয়েতামালা। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৭.৪। এই ভূমিকম্পে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ৩০ টি বাড়ি, ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য বাড়ি ঘর, রাস্তা-ঘাট। গৃহহীন হয়ে পড়েছেন শতাধিক মানুষ। এখনও পর্যন্ত ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাড়ি ঘরের ভগ্নস্তুপের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।
|
বেঙ্গালুরুর রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড |
বেঙ্গালুরুতে একটি রঙের কারখানায় আজ সকালে ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বমন হিল্লি এলাকায়। ওই রঙের কারখানাটির পাসেই রয়েছে আর একটি কাপড়ের গুদাম। তাই অগ্নিকাণ্ড আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ২৪ টি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নেভানোর চেষ্টা করে চলেছে। ঘটনার তিন ঘণ্টা অতিক্রান্ত হলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। |