দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট ওবামা |
রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে বড় ব্যবধানে হারিয়ে ফের জয়ী হলেন বারাক ওবামা। ছাড়ালেন ২৭০-এর ম্যাজিক ফিগার। ওবামা পেলেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট। রমনি পেয়েছেন ২০৬ টি ইলেক্টোরাল ভোট। জয় নিশ্চিত হওয়ার পরেই ট্যুইটে প্রথমে মার্কিন জনগণকে ধন্যবাদ জানান তিনি। জয় সম্পর্কে সম্ভবত নিশ্চিত ছিলেন তিনি। গতকালও নির্বাচনী প্রচারের পর যথেষ্টই হালকা মেজাজে ছিলেন। মার্কিন সেনেট ফের একবার ডেমোক্র্যাটদেরই দখলে এল। |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন |
|
|
|
ভোট |
|
ভোট |
৩০৩ |
|
২০৬ |
|
ওয়াশিংটন ডিসি, নিউ হ্যাম্পশায়ার, কানেক্টিকাট, ডেলওয়্যার, ইলিনয়, মেইন, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, রোড আইল্যান্ড, নিউ ইয়র্ক, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকনসিন ও ভারমন্ট-সহ ২৫টি প্রদেশ ওবামার দখলে। অন্যদিকে রোমনির দখলে আলাবামা, আরকানসাস, জর্জিয়া, ইন্ডিয়ানা, ক্যানসাস, কেন্টাকি, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, মিসিসিপি, নেব্রাস্কা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেক্সাস ও টেনাসি-সহ ২৩ টি প্রদেশ।
|