স্কুলে সাইকেল স্ট্যান্ড তৈরির আর্জি কাঁকসায় |
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
স্কুলে পড়ুয়ার সংখ্যা ১৪০০। শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী রয়েছেন ৩৫ জন। অধিকাংশ পড়ুয়া আশপাশের গ্রাম থেকে সাইকেলে চেপেই স্কুলে আসে। অথচ অর্থের অভাবে সিলামপুর উচ্চ বিদ্যালয়ে সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে না বলে অভিযোগ। ইতিমধ্যেই অর্থ সাহায্য চেয়ে কাঁকসার বিডিও-কে চিঠিও দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সুকুমার পাল। কাঁকসার বিডিও রাখী বিশ্বাস জানান, খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান শিক্ষক দাবি করেন, এমনিতেই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক। তাদের সাইকেল রাখার জন্য স্কুলের সামনের মাঠ ভর্তি হয়ে যায়। তার পরেও গোটা স্কুলের বারান্দা জুড়ে সাইকেল রাখতে হয়। ক্লাস থেকে বেরিয়ে বা খেলাধুলো করার সময় দাঁড়িয়ে থাকা সাইকেলে আঘাত লাগতে পারে ছাত্রছাত্রীদের। একটি নির্দিষ্ট সাইকেল স্ট্যান্ড গড়া হলে উপকৃত হবেন সকলেই। নবম শ্রেণির ছাত্রী অদিতি নাথ বলে, “সাইকেল নিয়ে স্কুল আসি। কিন্তু স্ট্যান্ড না থাকার ফলে যেখানে-সেখানে সাইকেল রাখতে হয়।” নবম শ্রেণির আর এক ছাত্রী সায়নী মণ্ডলের কথায়, “স্কুল জুড়েই সাইকেল ও মোটরবাইক রাখা থাকে। ক্লাসে যাওয়া-আসা করতে অসুবিধায় পড়তে হয়।” প্রধান শিক্ষক সুকুমারবাবুর দাবি, “স্কুলের তহবিলে এখন সে রকম অর্থ নেই যা দিয়ে সাইকেল স্ট্যান্ডটি তৈরি করা যায়। তাই স্কুলের পক্ষ থেকে বিডিও-র কাছে অর্থ সাহায্য চেয়েছি।”
সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল স্কুল পরিচালন সমিতিও। সমিতির সম্পাদক খাদেম মোহর আলি খাঁ দাবি করেন, স্কুলে জায়গা নির্দিষ্ট করা হয়ে গিয়েছে। শুধু অর্থের অভাবে সাইকেল স্ট্যান্ড তৈরির কাজ শুরু হয়নি। বিডিও-র তরফে যদি কিছু অর্থ সাহায্য পাওয়া যায় তাহলে স্ট্যান্ডটি তৈরি করে ফেলা যাবে। কাঁকসার বিডিও রাখী বিশ্বাস বলেন, “ওই স্কুলের প্রধান শিক্ষকের লিখিত আবেদন পেয়েছি। স্কুলে পরিদর্শক পাঠিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।” |