আজকের শিরোনাম
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ঘোষণা
আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে ভারতীয় দল নির্বাচনে মুম্বইতে বৈঠকে বসেছিল নতুন নির্বাচক কমিটি। বৈঠক শেষে কমিটি ১৫ জনের দলের নাম ঘোষণা করে। দলে জায়গা পেয়েছেন যুবরাজ, জাহির খান ও আজিঙ্কা রাহানে। অন্য দিকে, দল থকে বাদ পড়লেন সুরেশ রায়না, চেতেশ্বর পূজারা, বদ্রিনাথ ও পীযূষ চাওলা। আবার ঘরোয়া ক্রিকেটে ভাল করা সত্ত্বেও দলে থাকা থেকে বঞ্চিত হলেন মনোজ তিওয়ারি ও অশোক দিন্দা। টেস্ট শুরু হচ্ছে ১৫ নভেম্বর থেকে। প্রথম ও দ্বিতীয় টেস্টের জন্য নির্বাচিত দল— ধোনি, সহবাগ, গম্ভীর, কোহলি, সচিন, যুবরাজ, পূজারা, অশ্বিন, উমেশ যাদব, প্রজ্ঞান ওঝা, আজিঙ্কা রাহানে, হরভজন, ইশান্ত শর্মা, মুরলী বিজয়, জাহির খান।

প্রয়াত যাত্রাসম্রাট শান্তিগোপাল
চলে গেলেন যাত্রাসম্রাট শান্তিগোপাল পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। গত তিন বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। আজ সকাল ৭টায় বরাহনগরের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। অভিনয়ের প্রতি অসম্ভব ঝোঁকের কারণেই ছাত্রজীবনে যাত্রা জগতে আত্মপ্রকাশ। অভিনয়ের শুরু নট্ট কোম্পানিতে। দীর্ঘ দিন ধরে এখানে কাজ করেছেন। পরবর্তী কালে নিজ উদ্যোগে গড়ে তোলেন এক নতুন দল— ‘তরুণ অপেরা’। শান্তিগোপাল নামে পরিচিত হলেও তাঁর পোশাকি নাম ছিল বীরেন্দ্রনারায়ণ পাল। সবাই ডাকত শান্তিরাম বা শান্তিরঞ্জন বলে। যাত্রাজগতে তাঁর অনবদ্য কয়েকটি পালা— লেনিন, কার্ল মার্ক্স, আমি সুভাষ বলছি, মাও জে দঙ, ওথেলো, টিপু সুলতান। তাঁর মৃত্যুতে গোটা যাত্রা-দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগুইআটিতে ব্যবসায়ীর বাড়িতে চুরি
বাগুইআটির তেঘরিয়ায় এক শাড়ি ব্যবসায়ীর বাড়িতে চুরি হল নগদ ৩০ হাজার টাকা ও ৫ ভরি সোনার গয়না-সহ মূল্যবান কিছু সামগ্রী। আজ সকালে প্রতিবেশীরা ব্যবসায়ী কমল দাসের বাড়ির প্রধান গেটের তালা ভাঙা অবস্থায় দেখার পরই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেখে দরজা ও ৪টি আলমারির তালা ভেঙে দুষ্কৃতীরা লুঠপাট চালিয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবারে সপরিবারে মুর্শিদাবাদ বেড়াতে গিয়েছেন কমলবাবু। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই এই ঘটনা ঘটেছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। এই ঘটনার পরই খবর দেওয়া হয়েছে কমলবাবুকে।

যৌন কর্মীর অস্বাভাবিক মৃত্যু
এক যৌন কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা ছড়াল কলকাতার ২৮ নম্বর ইমাম বক্স লেনে। মৃতের নাম মায়া বিশ্বাস। তিনি রানাঘাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। আজ সকালে বন্ধ ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছিল কলকাতা গোয়েন্দা পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

কর্মব্যস্ত সময়ে রানাঘাটে ব্যাঙ্কে ডাকাতি
আজ সকাল ১০টায় রানাঘাটের চৌরঙ্গি রোডে ইউকো ব্যাঙ্কের একটি শাখায় ডাকাতি করল ৬-৭ জনের এক দল ডাকাত। ব্যাঙ্কের গ্রাহকরা জানান, ব্যস্ত সময়ে হঠাত্ই ওই ডাকাত দলটি আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাঙ্কে ঢুকে হুমকি দিতে থাকে। তারা কয়েক লক্ষ টাকা লুঠ করে নিয়ে চলে যায়। যাওয়ার সময় বাইরে থেকে ব্যাঙ্কে তালা দিয়ে যায়। দিনের কর্মব্যস্ত সময়ে ও জনবহুল এলাকায় এই ধরনের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গ্রাহক থেকে স্থানীয় বাসিন্দারা। অনতিদূরেই পুলিশ থানা থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা কী ভাবে ঘটল তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তারা।

মহিষাদলে অপহৃত শিক্ষকের দেহ উদ্ধার
এক শিক্ষকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ওই শিক্ষকের নাম দীপক প্রামাণিক। বাড়ি মহিষাদলের তালতলায়। তিনি পালানপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। আজ সকালে স্থানীয় এক পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, গত কাল বাড়ি ফেরার পথে এক দল দুষ্কৃতী রাস্তা থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। তার পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। কে বা কারা তাঁকে তুলে নিয়ে গিয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর খুনের কারণই বা কি তাও খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দাদের।

সরছে নিম্নচাপ
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে নিম্নচাপ। তবে নিম্নচাপ সরলেও আজ কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.