আর বাকি ৪৮ ঘণ্টা। কিন্তু, এখনও প্রায় সমানে-সমানেই চলছে লড়াই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা ও মিট রোমনি-কারও দিকেই এখনও পাল্লা ভারী নয়। অন্তত সে কথাই বলছে সমীক্ষার ফল।
একটি মার্কিন সংবাদপত্রের সমীক্ষা অনুযায়ী, সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ ওবামার পক্ষে। রোমনির পক্ষে ৪৮ শতাংশ। সরাসরি রিপাবলিকান বা ডেমোক্র্যাট-কোনও দলেরই সমর্থক নন এমন ভোটাররাও রীতিমতো দ্বিধাবিভক্ত। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে এগিয়ে রোমনি। কৃষ্ণাঙ্গ ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে প্রত্যাশিত ভাবেই এগিয়ে ওবামা।
একটি টেলিভিশন চ্যানেলের সমীক্ষা অনুযায়ী, দুই গুরুত্বপূর্ণ প্রদেশ মিশিগান ও ম্যাসাচুসেটসে পিছিয়ে রয়েছেন রোমনি। মিশিগান তাঁর জন্মস্থান। ম্যাসাচুসেটসের তিনি গভর্নর। জন্মস্থান ও নিজের শাসনাধীন প্রদেশে হেরে এখনও পর্যন্ত প্রেসিডেন্ট হতে পেরেছেন মাত্র এক জন, জেমস পোলক। সুদূর ১৮৪৪ সালে। রোমনির সে ভাগ্য হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তাঁর অনুগামীদেরই।
প্রচারের সময় শেষ হয়ে আসছে। তাই ঝটিকা সফরে নেমেছেন দুই প্রার্থীই। শেষ দফায় নিউ হ্যাম্পশায়ার, আইওয়া, কলোরাডো, ওহায়ো ও পেনসিলভানিয়া ছুঁয়ে আসার পরিকল্পনা আছে রোমনির। ওহায়োতেই আজ একটি জনসভায় যোগ দেন ওবামা। ওই প্রদেশ থেকে পাঁচ বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনের সফর শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাই জনসভায় দৃশ্যতই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ওবামা। তাঁর কথায়, “আপনারা আমাকে চেনেন। হয়তো আমার সব সিদ্ধান্ত আপনারা সমর্থন করেননি। কিন্তু, আমি যা বলি তা যে করে দেখাতে চাই তা আপনারা জানেন।”
|
প্রচারের শেষ লগ্নে কোনও হাতিয়ারই ছাড়তে রাজি নয় যুযুধান দুই শিবির। বরাবরই ধর্মের বিশেষ স্থান আছে মার্কিন রাজনীতিতে। মিট রোমনির আগে মোর্মোন খ্রিস্টান সম্প্রদায়ের কোনও সদস্য প্রেসিডেন্ট পদে প্রার্থী হননি। খ্রিস্টানদের একটি অংশের মধ্যে রোমনির জনপ্রিয়তাও বেশি। তাই ওবামা শিবিরও ধর্ম নিয়ে প্রচারে নেমেছে। ধর্মবিশ্বাস নিয়ে ওবামার চিন্তাভাবনা ভোটারদের জানাতে একটি ভিডিও প্রকাশ করেছেন তাঁর সহযোগীরা। ওই ভিডিওতে ওবামা জানিয়েছেন, বিশ্বাস মানুষকে অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করে। প্রার্থনার সময়ে বার বার এ কথাটাই মনে করেন তিনি। ভিডিওতে ওবামার পাশে দাঁড়িয়েছেন বিশপ ভাস্তি ম্যাকেঞ্জি, স্টিফেন শ্নেক ও রাব্বি স্যামুয়েল গর্ডনের মতো ধর্মীয় নেতারা। ওবামার বিভিন্ন নীতির ধর্মীয় ভিত্তি আছে বলে দাবি করেছেন তাঁরা। শ্নেকের মতে, ওবামাই সব ধর্মের মার্কিনের আদর্শ প্রেসিডেন্ট। ওবামাকে সমর্থন করেছে ভারতীয় বংশোদ্ভূত হিন্দুদের একটি সংগঠনও।
তবে অধিকাংশ মার্কিন ভোটারের জন্যই সুখবর আছে। ভোট দিতে এক ঘণ্টা বেশি সময় পাবেন তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকাতেই মার্চের দ্বিতীয় সোমবারে ঘড়ির সময় এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়। নভেম্বরের প্রথম সোমবারে ফের এক ঘণ্টা পিছিয়ে যায় ঘড়ির সময়। বছরের উষ্ণ সময়ে যাতে বিকেলে বেশি সময় সূর্যালোক উপভোগ করা যায় সে জন্যই এই ব্যবস্থা। প্রথাটির নাম ‘ডেলাইট সেভিং টাইম’। চলতি বছরে ‘ডেলাইট সেভিং টাইম’ শুরু হয়েছিল ১১ মার্চ। শেষ হচ্ছে আজ, ৪ নভেম্বর। তাই ভোটের দিন এক ঘণ্টা বেশি সময় হাতে পাবেন তাঁরা। তবে তাতে কার ভাগ্য বদলাবে তা এখনও অজানা।
|
ফিরে দেখার পালা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রথম দিকের মহাকাশ অভিযানের সাড়ে চার হাজার ছবি নিলামে উঠতে চলেছে। এমন একটা সময়ের ছবি, যখন মহাকাশ গবেষণায় মানুষ আকাশ ছুঁয়েছে। আর একই সঙ্গে চলেছে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের এগিয়ে থাকার লড়াই। অবশ্যই প্রযুক্তিতে। ছবির তালিকায় রয়েছে বেশ কিছু বহু-আলোচিত ছবি। যেমন, চাঁদের মাটিতে বাজ অলড্রিন। নভোশ্চর ও প্রযুক্তিবিদদের নিয়ে তৈরি সাদা-কালো তথ্যচিত্র। আশা করা যাচ্ছে, প্রায় পাঁচ লক্ষ পাউন্ড অর্থ উঠে আসবে নিলামে। আসর বসবে ভিয়েনায়। উল্লেখ্য, এই প্রথম নিলামের এত বড় আসর। |