অবরোধে আটকে প্যাসেঞ্জার ট্রেন
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সড়কপথ বন্ধ করে রেলওয়ের প্ল্যাটফর্ম তৈরির প্রতিবাদে শনিবার দুপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাগরদিঘির পুড়াডাঙা, দস্তুরহাট, মানসিংহপুর-সহ কয়েকটি গ্রামের কয়েকশো গ্রামবাসী। শিয়ালদহগামী জঙ্গিপুর-শিয়ালদহ ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনটি আটকে পড়ে। প্রায় ঘণ্টা দেড়েক চলে অবরোধ। পরে মালদহের ডিআরএম রবীন্দর গুপ্তা ঘটনাস্থলে গিয়ে আলোচনায় বসেন অবরোধকারীদের সঙ্গে। অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। ডিআরএম বলেন, “রেলের অনুমতি নিয়ে পিডিসিএল পৃথক একটি রেলপথ ও প্ল্যাটফর্ম তৈরি করছে। এর ফলে সড়কপথে যাতায়াত বন্ধ হয়ে অসুবিধায় পড়বেন গ্রামবাসীরা। আমি নিজে পরিস্থিতি দেখে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছি। সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে।” |
ছাগল গাছ খেয়ে যাওয়ায় খুন মহিলা
নিজস্ব সংবাদদাতা • রানিতলা |
প্রতিবেশীর ছাগল খেয়ে নিয়েছিল আমগাছের চারা। সেই বিবাদে এসে লাগল রাজনৈতিক রঙ। সংঘর্ষে খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে, শনিবার ভোরে মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার পলাশি গ্রামে। পুলিশ জানায়, ওই ঘটনায় মৃত মহিলার নাম সেলিনা বিবি (২৫)। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “কয়েক দিন আগে ওই গ্রামের মেরাজুল শেখের চারা আমগাছ খেয়ে নেয় সেলিনা বিবির ছাগলে। তার জেরে এ দিন ভোরে দু’ পক্ষে সর্ংঘষ বাধে। তখনই গুলিবিদ্ধ হন ওই মহিলা।” হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। |