আগুন নেভাতে ঘটনাস্থলে দেরিতে পৌঁছনোর অভিযোগে দমকল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল। বাঁকুড়া সদর থানার বাদুলাড়া গ্রামে শুক্রবার দুপুরের ঘটনা। পরে বাঁকুড়ার দমকল কেন্দ্রের ওসি সুপ্রিয় মণ্ডল পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।সুপ্রিয়বাবুর অভিযোগ, “আমরা স্থানীয় ভাবে খবর পেয়েছিলাম যে বাদুলাড়া গ্রামের একটি সাইকেল সারানোর দোকানে আগুন লেগেছে। খবর আসার পরেই আমি ৬ জন দমকল কর্মীকে নিয়ে সেখানে রওনা হই। কিন্তু আমরা সেখানে যেতেই কিছু লোক তেড়ে এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে মারধর করতে শুরু করে। পরে প্রাথমিক চিকিৎসা করাতে হয়।” আঁচুড়ি পঞ্চায়েতের স্থানীয় সদস্য সিপিএমের লতিফুর রহমান বলেন, “ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। তবে আগুন লাগার অনেক পরে দমকল কর্মীরা আসায় একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি।” পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ দিন সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
|
বাঁকুড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মোহনবাগান বস্তি এলাকা সংলগ্ন পদ্মার পুকুর সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মোহনবাগান বস্তি ও দশেরবাঁধ এলাকার বহু মানুষ স্নান করা, বাসনপত্র ধোয়া-সহ নানা কাজে এই পুকুরের জল ব্যবহার করেন। মোহনবাগান বস্তি এলাকার বাসিন্দা শ্যামলী ডোম, সঞ্জয় দাসরা বলেন, “দীর্ঘদিন ধরে পুকুরের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে। প্লাস্টিকের বোতল, প্যাকেট জলে ভাসছে। এর ফলে ওই পুকুরের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।” তাঁদের অভিযোগ, ওই জলে স্নান করার পরে চর্মরোগ হচ্ছে। বাসিন্দাদের একাংশ তাই পুকুর সংস্কারের দাবি তুলেছেন। স্থানীয় কাউন্সিলর সঞ্চিতা লাহা বলেন, “এক বছর আগেই এই পুকুরটি সংস্কার করা হয়েছে। এর মধ্যে পুকুরের জল খারাপ হয়ে যাওয়ার কথা নয়। বিষয়টি দেখব।”
|
ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম সন্দীপ সর্দার। বৃহস্পতিবার রাতে রাইপুরের শালবনি গ্রামে বাড়ি থেকেই তাকে ধরা হয় বলে পুলিশের দাবি। তার কাছ থেকে গুলি ভর্তি একটি পাইপগান পাওয়া গিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, ওই যুবকের বিরুদ্ধে একটি ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই তাকে খোঁজা হচ্ছিল। শুক্রবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হয়। |