টুকরো খবর |
চাঁদার জুলুম, স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
কালী পুজোর চাঁদার জুলুমের অভিযোগ তুলে অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার ও মহকুমাশাসককে স্মারকলিপি দিল শিলিগুড়ি ফুল ব্যবসায়ী সমিতি। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তারা স্মারকলিপি দেন। ব্যবসায়ীদের অভিযোগ, গত মঙ্গলবার শিলিগুড়ি থেকে বাসে করে পানিট্যাঙ্কি হয়ে নেপালে ফুল পাঠাচ্ছিলেন রমেশ মাইতি নামে এক ব্যবসায়ী। সে সময় নকশালবাড়িতে বাস আটকে ফুল নামিয়ে নেয় স্থানীয় একটি কালী পুজো কমিটির সদস্যরা। তারা এক হাজার টাকার উপরে চাঁদার দাবি করে। কয়েক ঘণ্টা ফুল আটকে রাখার পর পরে টাকা পাওয়ার আশ্বাসে তা ছেড়ে দেওয়া হয়। সংগঠনের সম্পাদক রঘুনাথ গুপ্তার অভিযোগ, গত তিন বছর ধরে চাঁদার জুলুম চলছে। শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস, বাগডোগরা, নকশালবাড়িতে চাঁদা আদায়কারীরা সক্রিয় বলে তাঁর দাবি। তিনি বলেন, “আমরা কলকাতা থেকে বাসে করে ফুল নিয়ে আসি। শিলিগুড়িতে ফুল আসার পরই চাঁদার জুলুম শুরু হয়। যে টাকার ফুল আনা হয় তার থেকে বেশি দাবি করে আদায়কারীরা। ফুল আটকে রাখা হয়। গরমের কবলে পড়ে বহু ফুল গত বছর নষ্ট হয়েছে। ফুল নেপালে পাঠাতে গিয়েও একই সমস্যায় পড়তে হচ্ছে। সে জন্য পুলিশ আধিকারিক ও মহকুমাশাসককে স্মারকলিপি দিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।” শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব বলেন, “অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। ফুল ব্যবসায়ীদের যাতে ব্যবসায় কোনও ক্ষতি না হয় সেটা দেখা হবে।” শিলিগুড়ির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার এ রবীন্দ্রনাথ বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আইন মেনে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” |
আলোচনায় সুরাহার চেষ্টা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
আলোচনার মাধ্যমে বিভিন্ন মামলার সুরাহা করতে আসরে নামল দার্জিলিং আদালত। বৃহস্পতিবার দুপুরে দার্জিলিং সদর থানায় একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই কাজ শুরু করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের অতিরিক্ত মুখ্য ও দায়রা বিচারক অশোক পাল, কলকাতার আলিপুরদুয়ার আদালতের আইনজীবী অনির্বাণ পাল। অনির্বাণবাবু জানান, আলোচনার মাধ্যমে সাত বছরের কম সাজা হতে পারে এমন যে কোনও ধরণের মামলা ফয়সালা করার জন্য একটি আইন ২০০৫ সালে তৈরি হয়েছে। সেক্ষেত্রে অভিযুক্তকে আদালতে আবেদন করে ওই আইনের সহায়তা চাইতে হবে। এর পরেই আদালতের পক্ষ থেকে দু’পক্ষকে চিঠি দেওয়া হবে। অভিযোগকারী রাজি হলে সরকারি আইনজীবী, মামলার তদন্তকারী অফিসার দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসবেন। আলোচনার মাধ্যমে সাজার মেয়াদ বা জরিমানা ঠিক করা হবে। তবে নারী নির্যাতন বা শিশু নির্যাতনের মতো বিষয়ে কোনও মামলা হলে তা ওই আইনের আওতায় আসবে না। অশোকবাবু বলেন, “এদিন দার্জিলিং সদর থানায় অনুষ্ঠান করে পুলিশ অফিসারদের ওই বিষয়ে জানানো হয়েছে। জেলার প্রত্যেকটি থানায় ওই বিষয়ে অনুষ্ঠান করে তা চালু করার উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছে। তাতে খুব সময়ে অনেক মামলার নিষ্পত্তি হবে বলে আশ করছি।’’ |
গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ঋণের টাকার চেক হাতিয়ে নিয়ে টাকার বিনিময়ে তা ফিরিয়ে দেওয়ার অভিযোগে দুই মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটনাটি ঘটে নকশালবাড়ি থানার বেলগাছি চা বাগানে। পুলিশ জানায়, ধৃতদের নাম শেখর চিকবরাইক, জয়ন্তী চিকবরাইক এবং কল্পনা বিশ্বকর্মা। প্রথম দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের বাড়ি বেলগাছি চা বাগানে। কল্পনার বাড়ি রকমজোতে। ধৃতদের সঙ্গে অনগ্রসর কল্যাণ দফতরের শিবমন্দিরের অফিসের কোনও কর্মী জড়িত রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, নকশালবাড়ির বিভিন্ন চা বাগানে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। তাঁদের কাজকর্মের উপরে আবেদনের ভিত্তিতে অনগ্রসর কল্যাণ দফতর থেকে ঋণ দেওয়া হয়। ধৃত ৩ জন ওই গোষ্ঠীগুলিকে ঋণ পাইয়ে দিতে সাহায্য করবে বলে সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে কোনওভাবে অনগ্রসর কল্যাণ দফতর থেকে ঋণের চেক তারা তুলে নিয়ে ওই স্বনির্ভর গোষ্ঠীর কাছে টাকা দাবি করে বলে অভিযোগ। বেলগাছির গুড়িয়া নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর পক্ষে অভিযোগ করা হয়েছে, তাদের ঋণের চেক অনগ্রসর কল্যাণ দফতর থেকে তুলে নেয় ধৃতরা। এর পর পাঁচ হাজার টাকার বিনিময়ে ওই চেক তারা গোষ্ঠীর হাতে তুলে দেয়। পরবর্তীতে ঋণ মুকুব করে দেওয়ার আশ্বাস দিয়ে আরও ৩০ হাজার টাকা তারা নেয় বলে অভিযোগ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, দশ লক্ষাধিক টাকা তারা স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে তুলে নিয়েছে তারা। ধৃতরা পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করেছে। বৃহস্পতিবার তাদের শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হলে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। |
নেতার বাড়ি তদন্তে এসপি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হামলার অভিযোগ পেয়ে তৃণমূল নেতার বাড়ি দেখলেন জেলা পুলিশ সুপার অমিত জাভালগি। বৃহস্পতিবার বিকেলে আলিপুরদুয়ারের উদয়ন বিতান এলাকায় তৃণমুল যুব কংগ্রসের রাজ্যের কার্যকরী সভাপতির বাড়ি সামনে গাড়ি নিয়ে দাড়ান পুলিশ সুপার। তবে তিনি গাড়ি থেকে নামেননি। পুলিশ সুপার বলেন,“সৌরভ চক্রবর্তীর বাড়িতে দুষ্কৃতী হানার অভিযোগ মিলেছে। পুলিশ তদন্ত করছে। সৌরভবাবু বিষয়টি নিয়ে কিছু সন্দেহভাজনের নাম দিয়েছেন। আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছি। এদিন সৌরভবাবুর বাড়ি সামনে গিয়েছিলাম।” শনিবার ভোরে বাড়ির ছাদের গ্রিল ভাঙার চেষ্টা করা হয়েছে বলে সৌরভবাবু পুলিশে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, তাঁর বাড়ির ছাদে দুষ্কৃতী ওঠানামার চিহ্ন পাওয়া যায়নি। তাঁর ছাদের দরজার গ্রিল ভাঙা বা ধাক্কা দেওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তৃণমূল যুব কংগ্রসের কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী জানান, তাঁর বাড়িতে হামলার ঘটনায় পুলিশের ভুমিকায় তিনি নিরাপদ বোধ করেছেন। মঙ্গলবার তিনি কলকাতায় যাওয়ার পরেও দফায় দফায় পুলিশ আধিকারিকরা তাঁর বাড়ি গিয়ে ঘটনার তদন্ত করেছেন। |
জুয়ার ঠেকে হানা, ধৃত ৯
নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
জুয়ার আসর থেকে সিপিএমের পঞ্চায়েত সমিতির এক সদস্য-সহ ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে ৯ হাজার টাকা। বুধবার রাতে ময়নাগুড়ির জল্পেশ মোড় এবং বাজার এলাকায় তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিদের ধরা হয়। ধৃত সিপিএমের পঞ্চায়েত সমিতির সদস্যের নাম শঙ্কর সরকার। তিনি মাধাবডাঙ্গা-১ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য। ময়নাগুড়ি জোনাল কমিটির সম্পাদক অরুণ ঘোষ বলেন, “শঙ্করবাবু পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য বটে। কিন্তু তিনি বেশ কিছুদিন থেকে দলের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন না। তাই তিনি কোথায় কী করেছেন বলতে পারব না। দলীয় স্তরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, বুধবার রাতে জল্পেশ মোড় সংলগ্ন দুর্গাবাড়ি এলাকায় তল্লাশি চালানোর সময় শঙ্করবাবু-সহ চারজন ধরা পড়েন। বাজার এলাকায় তল্লাশি চালিয়ে চার জনকে ধরা হয়। |
মালগাড়ি লাইনচ্যুত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হয়ে পড়েছে নিউ জলপাইগুড়ি-অসম রেল যোগাযোগ। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া সাহুডাঙ্গিতে। রেল সূত্রের খবর, মালগাড়ির ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। ওই লাইনে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। এনজেপি থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে রেল কর্তারা ঘটনাস্থলে যান। রাতেই মালগাড়ি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন রেল কর্তারা। |
পচাগলা দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
পাঁচদিন নিখোঁজ এক আদিবসী বধূর পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শামুকতলা থানার কদমপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা গ্রামের বাঁশঝোপের মধ্যে ওই মৃত দেহটি পড়ে থাকতে দেখেন। মহিলার নাম রানি মারান্ডি (২২)। তাঁর বাড়ি কদমপুরের গাডাতলা আদিবাসী মহল্লায়। গত সোমবার শামুকতলা হাটে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। |
পাশাপাশি প্রতিপক্ষেরা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
|
চেকেন্দা ভাণ্ডারি মেলায় পাশাপাশি রাজনৈতিক বিরোধীরা। দীপঙ্কর ঘটকের তোলা ছবি। |
মেলায় এক ফ্রেমে রাজনীতির প্রতিপক্ষেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্রান্তির চেকেন্দা ভাণ্ডারি মেলায় পাশাপাশি দেখা গেল বনমন্ত্রী হিতেন বর্মন, জলপাইগুড়ির সিপিএম সাংসদ মহেন্দ্র রায়, রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় ও মালবাজারের সিপিএম বিধায়ক বুলু চিকবরাইক। পাশাপাশি দাঁড়ালেন। ফিতে কেটে মেলার উদ্বোধন করে মাদলের ছন্দে হাঁটলেন। ধন্যবাদ জানালেন একে অপরকে। |
ভাড়া বৃদ্ধিতে আপত্তি
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অটো ভাড়া বৃদ্ধি নিয়ে আপত্তি জানাল তৃণমূলের শ্রমিক সংগঠন। রাজ্য সরকার যেখানে সরকারি, বেসরকারি পরিবহণে ভাড়া বৃদ্ধি করেছেন সেখানে তৃণমূলের শ্রমিক সংগঠনের এই আপত্তিতে ক্ষুদ্ধ অটো রিকশার মালিক সংগঠন। তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি জোয়াকিম বাক্সলা বলেন, “মহাকরণ থেকে বাস, মিনিবাস ও ট্যাক্সির ভাড়া নুন্যতম বৃদ্ধির কথা বলা হয়েছে। অটোর ভাড়া বৃদ্ধির বিষয়ে কিছু বলা হয়নি। মালিক সংগঠন শ্রমিক সংগঠন ও প্রশাসনের সঙ্গে আলোচনা ছাড়া ভাড়া বৃদ্ধি করতে পারেন না।” ডুয়ার্স অটো রিকশা ওর্নাস অ্যান্ড অপারের্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবলু বিশ্বাস জানান, বুধবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ন্যূনতম ভাড়া বাড়ানোর কথা বলেন। তাই আমরা অটোর ভাড়া সামান্যই বাড়িয়েছি। |
অনুপ্রবেশে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
অনুপ্রবেশের অভিযোগে ২ জন বাংলাদেশি যুবককে গ্রেফতার করল এসএসবি। বুধবার রাতে তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের নাম পরিমল রায় ও কাঞ্চন কুন্ডু। বাড়ি বাংলাদেশের দিনাজপুর জেলার ঠাকুরগাঁও থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে বেশ কিছু বাংলাদেশি ও ভারতীয় টাকা এবং চারটি মোবাইল সিম কার্ড আটক করেছে পুলিশ। |
তোলা হল গাছ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সরকারি জমি দখল করে চা গাছ লাগানোর অভিযোগে মহকুমাশাসকের উপস্থিতিতে তা তুলে দেওয়া হল। বুধবার দুপুরে খড়িবাড়ি ভূমি রাজস্ব দফতরের লাগোয়া এলাকায়। প্রায় তিন বিঘা জমি দখল করে চা গাছ লাগান স্থানীয় এক ব্যক্তি। বুধবার সেখানে যান শিলিগুড়ির মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব। পুলিশ ও দফতরের কর্মীদের নিয়ে তিনি গাছ তুলে দেন। |
দেহ উদ্ধার |
অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হিলকার্ট রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হিলকার্ট রোডের একটি বাস স্ট্যান্ডের পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। |
গ্রেফতার |
একটি দোকান থেকে টাকার ব্যাগ নিয়ে পালাতে গিয়ে ধরা পড়েছে তিন ব্যাক্তি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির স্টেশন বাজারে। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। |
|