অ্যানালগ মহানগরে ডিজিটাল মহাকরণ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহাকরণে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর নয়, সেট টপ বক্স লাগানো আছে মন্ত্রী ও সচিবদের ঘর মিলিয়ে মোট ৮৫টি টিভিতে। আট-দশ দিন আগে নিঃশব্দে মহাকরণে ঢুকে পড়েছে সেই বাক্স!
সেট টপ চালু নিয়ে রাজ্য সরকার সরাসরি কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করলেও বৃহস্পতিবার মহাকরণে কিন্তু অ্যানালগ বা ডিজিটাল সম্প্রচার বন্ধ হওয়া-না হওয়া নিয়ে কোনও রকম উদ্বেগ ছিল না। কারণ, একটি সর্বভারতীয় টিভি নেটওয়ার্ক কোম্পানির সহযোগী মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার পক্ষ থেকে সেখানকার ৮৫টি টিভিতে সেট টপ বক্স লাগানো শুরু হয়েছিল ২২ অক্টোবর থেকে। বৃহস্পতিবার মন্ত্রী-সচিবরা সারা দিন নিরুপদ্রবেই ডিজিটাল টিভি দেখেছেন।
বুধবার মধ্যরাতের পর কলকাতা মেট্রো এলাকায় অ্যানালগ সম্প্রচার বন্ধ হয়ে যাবে বলে যে আতঙ্ক দেখা দিয়েছিল, বৃহস্পতিবার তা অনেকটাই কেটে গিয়েছে। কলকাতার অধিকাংশ এলাকায় সেট টপ ছাড়াই সচল ছিল সমস্ত পে চ্যানেল। শহরের ছোট-বড় মিলিয়ে মোট ৯টি এমএসও সংস্থার অধিকাংশই অ্যানালগ সম্প্রচার বন্ধ করেনি। শুধু একটি এমএসও সংস্থা ১৩-১৪টি পে চ্যানেলের অ্যানালগ সম্প্রচার বন্ধ করে দেয়। তা-ও অবশ্য বিকেলের দিকে চালু হয়ে যায়। |
কিন্তু কলকাতায় ডিজিটাইজেশনের কাজে এমএসও এবং কেব্ল অপারেটরেরা কেন্দ্রীয় নির্দেশ না-মানার জন্য তাদের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের এক মুখপাত্রের কাছে তা জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনও জবাব দেননি। তাঁর বক্তব্য, “কলকাতায় ডিজিটাইজেশনের কাজ খুব ভাল হচ্ছে বলে প্রতিনিধি দলের রিপোর্ট এসেছে। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মুম্বই ও দিল্লিতে ১০০% ব্ল্যাকআউট (অ্যানালগ সম্প্রচার বন্ধ) হয়েছে। কিন্তু চেন্নাইয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় কিছু করা হয়নি।”
এ দিন মহাকরণে এমএসও এবং কেব্ল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরে তিনি জানান, অ্যানালগ সম্প্রচার বন্ধ হয়ে গেলে আইন-শৃঙ্খলার গোলমাল দেখা দিতে পারে বলে যে আশঙ্কা সরকারের ছিল, এখন তা আর নেই। এর জন্য তিনি দু’পক্ষকেই ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি প্রস্তাব দেন, সেট টপ বক্স অনেক সস্তায় বস্তি এলাকা ও বিপিএল পরিবারগুলির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক এমএসও-রা। এ ছাড়া, সেট টপ বক্স যাতে চড়া দামে গ্রাহকদের নিতে বাধ্য না-করা হয়, তার জন্যও অপারেটর সংগঠন সক্রিয় হোক। এর জন্য সাধারণ বক্সের দাম ৭৯৯ টাকা ও হাই ডেফিনিশন বক্সের দাম ৯৯৯ টাকা স্থির করা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রীর মতে, কলকাতা মেট্রো এলাকায় ৫০ শতাংশ বাড়ির টিভিতে এখনও সেট টপ বক্স লাগানো যায়নি। এই সংখ্যাটা ২০ লক্ষেরও বেশি। |