যাত্রী প্রতীক্ষালয়ের দাবি পাত্রসায়রে
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র |
বাঁকুড়ার পাত্রসায়র বাজারে একটি যাত্রী প্রতীক্ষালয় নির্মাণের দাবি উঠল। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন বিভিন্ন কাজে পাত্রসায়র বাজারে আসেন আশপাশের বহু গ্রামের মানুষ। অনেকে বাসে চেপে গন্তব্যস্থলে যাওয়ার জন্য বাজারে আসেন। প্রতীক্ষালয় না থাকায় চড়া রোদ বা বৃষ্টিতে বাস ধরার জন্য বাজারে আসা সাধারণ যাত্রীরা চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। পাত্রসায়রের ব্যবসায়ী টোটন রজক বলেন, “প্রতীক্ষালয় নেই। তাই যাত্রীরা বাস ধরতে এসে ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই দাঁড়িয়ে থাকছেন। আমরা প্রতীক্ষালয়ের দাবি জানিয়েছি।” এই দাবিকে সমর্থন জানিয়েছেন এলাকার বাসিন্দা তথা পাত্রসায়র গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, তৃণমূলের সুচাঁদ দাস। পঞ্চায়েত প্রধান, সিপিএমের লক্ষ্মী বাউরি অবশ্য উপযুক্ত জায়গা পেলে বাজারে একটি যাত্রী প্রতীক্ষালয় তৈরির দাবি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।
|
বধূর অপমৃত্যু, খুনের আভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতার নাম করমা সিং (২০)। বাড়ি কেন্দা থানার পাটাতিরি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে বোরো থানার পিটিদিরি গ্রামের বাসিন্দা করমার সঙ্গে কেন্দা থানার পাটাতিরি গ্রামের কৃষ্ণ সিং-এর বিয়ে হয়। করমার জেঠু অরুণ সিং বলেন, “রবিবার রাত দশটা নাগাদ পুলিশ সূত্রে আমরা জানতে পারি করমাকে মানবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে ও মারা গিয়েছে। সোমবার সকালে হাসপাতালে গিয়ে দেখি করমা মারা গিয়েছে। ওর শ্বশুরবাড়ির কেউ নেই।” তাঁর দাবি, “এর আগে ওকে শ্বশুরবাড়ির লোকেরা মারধর করত বলে করমা জানিয়েছিল। আমাদের সন্দেহ ওকে কীটনাশক খাইয়ে মেরে ফেলা হয়েছে। বোরো থানায় শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ জানিয়েছি।” পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়না-তদন্তের রিপোর্ট পেলে সেই মতো তদন্ত এগোবে।
|
দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
প্রহরীকে তাড়া করে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে ভাঙচুর করল দুষ্কৃতীরা। তাদের মধ্যে একজন পুলিশের হাতে ধরা পড়ে যায়। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের বৈলাপাড়া এলাকায়। পুলিশ জানায়, ধৃতের নাম সৌম্যজিৎ দাস। বাড়ি ওই শহরের কুন্দকুন্দার বাজার এলাকায়। ওই ব্যাঙ্কের বিষ্ণুপুর শাখার ডেপুটি ম্যানেজার সুভাষ মণ্ডল বলেন, “প্রহরীকে তাড়া করে এটিএমের যন্ত্রাংশ ভাঙচুর করে কিছু দুষ্কৃতী। থানায় অভিযোগ করেছি।” |