এক ঝলকে...
পৃথিবী
বেজিং ইন্ডিয়ানাপোলিস দামাস্কাস ইয়াঙ্গন টরন্টো
চিনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের (ছবি) পরিবারের সম্পত্তির পরিমাণ কী ভাবে বেড়েছে, তা নিয়ে একটা লেখা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল নিউ ইয়র্ক টাইমস। ইংরেজি ও চিনে, দু’ভাষার ওয়েবসাইটেই। ব্যস, চিনের সরকার সটান ব্লক করে দিয়েছে ওয়েবসাইট দুটোকে। শুধু তাই নয়, টাইমস বা জিয়াবাও, এই শব্দগুলো যে সব সাইটে দেখা যাচ্ছে, কোপ পড়ছে সেগুলোতেও। চিনা-টুইটার সাইনা উইবো-র ওপরও নজরদারি চলছে। সরকারি মুখপত্র যথারীতি সব প্রশ্নের উত্তরেই মৌন।

• ঈদ-উজ্-জোহা উপলক্ষে চার দিন ছুটি। ঘোষণা করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার। কীসের ছুটি? সংঘর্ষের, বোমাবাজির, প্রাণ হানাহানির ছুটি। ছুটি-র মধ্যে একটা সাময়িক চরিত্র আছে। বাশারের সংঘর্ষবিরতির ডাকও সাময়িক। ঈদের পর আবার শুরু হবে। তবে মানুষ ছুটি নেননি, অনর্গল হানাহানি করেই চলেছেন।

• মায়ানমারে গোষ্ঠী-সংঘর্ষ ভয়াবহ আকার নিয়েছে। বহু মানুষ ঘরছাড়া, দেশছাড়া। উপগ্রহ-চিত্রে ধরা পড়েছে, পূর্ব-উপকূল সংলগ্ন একটি শহরাঞ্চল সম্পূর্ণ ধ্বংস করে গিয়েছে। গোটা অঞ্চল গৃহহারা, বসতিহীন, পরিত্যক্ত। অথচ কিছু কাল আগেও এখানে বসতির ছাপ ছিল স্পষ্ট।

• ইমরান খানকে টরন্টো বিমানবন্দরে নিউ ইয়র্কগামী বিমান থেকে নামিয়ে দেওয়া হল জিজ্ঞাসাবাদের চোটে। পাকিস্তানের উপর মার্কিন হানা বিষয়ে জিজ্ঞাসাবাদ!

• রিচার্ড মুর্ডক মার্কিন সেনেটের নির্বাচনে ইন্ডিয়ানা প্রদেশে রিপাবলিকান প্রার্থী। বলে দিলেন, ধর্ষণের ফলে কেউ অন্তঃসত্ত্বা হলেও তিনি গর্ভপাতের বিরোধী, কারণ ঈশ্বরের ইচ্ছাতেই নাকি সেই সন্তান গর্ভে এসেছে। স্বভাবতই নিন্দার বন্যা বইছে। প্রশ্ন উঠছে, তবে কি ধর্ষণও ঈশ্বরের দান? রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী রমনি এমনিতেই বেকায়দায়, মুর্ডক তাঁকে আরও একটু ঠেলে দিলেন!
দুবাই
দুবাই থেকে ভিডিয়ো কনফারেন্স করে জানালেন ভোটে দাঁড়াচ্ছেন তিনি। কোন নির্বাচনী কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন, তাও বললেন, সেই খাইবার-পাখতুনখোয়া অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভিডিয়ো-মাধ্যমে আলাপও সারলেন। তাঁর নাম পারভেজ মুশারফ (ছবি)। ১৯৯৯ থেকে ২০০৮ অবধি পাকিস্তানের প্রেসিডেন্ট, অল পাকিস্তান মুসলিম লিগ দলটির স্থপয়িতা, ২০০৯ থেকে স্বেচ্ছা-নির্বাসনে থাকা মুশারফ আবারও দেশের রাজনীতিতে ফিরতে চান, এ বার গণতান্ত্রিক নির্বাচনে লড়েই ফিরবেন তিনি। এবং, সাধারণ বুদ্ধি বলে, যদি তিনি ফেরেন, বেশ ভালমতো জিতেই ফিরবেন। নির্বাচনের আর মাত্র কয়েক মাস। কবে দেশের মাটিতে অবতীর্ণ হবেন তিনি?
ওয়াশিংটন
নিজের ভোটটা আগেভাগেই দিয়ে দিয়েছেন তিনি, যদিও ভোটের দিন আসলে ৬ নভেম্বর। মার্কিন ব্যবস্থায় ‘আর্লি ভোটিং’-এর যে সুযোগটা আছে, সেটাই ব্যবহার করলেন ওবামা (ছবি), প্রথম প্রেসিডেন্ট যিনি এই কাজ করলেন। কিন্তু আসল খবর সেটা নয়। আসল খবর: গত চার বছরে সম্ভবত তাঁর অন্যতম দুঃসাহসী মন্তব্যটি এসেছে গত সপ্তাহেই, যখন তিনি ওসামা বিন লাদেন নিধন প্রসঙ্গে চাঁচাছোলা ভাষায় জানালেন, মার্কিন পক্ষ যদি পাকিস্তানের সহায়তা চাইত এই পরিকল্পনায়, তবে বিন লাদেন নিশ্চিত ভাবেই হাতছাড়া হয়ে যেতেন! পাকিস্তানি গোয়েন্দা দফতর আই এস আই-এর ‘বিশ্বাসযোগ্যতা’ ও জঙ্গি-সংযোগ নিয়ে এত স্পষ্ট কথা এর আগে কোনও মার্কিন প্রেসিডেন্টের মুখে শোনা যায়নি। ইসলামাবাদ আপাতত নিরুত্তর।

লাসা
তিব্বতে এই এক সপ্তাহে পর পর পাঁচটি প্রাণ চলে গেল আত্মাহুতিতে। তিব্বতের উপর চিনের অন্যায় অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদের এই রাস্তাই বেছে নিচ্ছেন তিব্বতি তরুণ-সম্প্রদায়, আরও বেশি করে, উত্তরোত্তর। শুক্রবার নিজের প্রাণ বিসর্জন দিলেন জিয়াহে কাউন্টির আমুকুহু শহরের যুবা সেওয়াং কেওয়াব। ওই অঞ্চলের পুলিশবাহিনী থেকে এই ধরনের আত্মাহুতির আগাম খবরের পুরস্কার হিসেবে সাড়ে সাত হাজার ডলার প্রতিশ্রুত হয়েছে। বেজিং-এ চিনা কমিউনিস্ট পার্টির শীর্ষ পদটি হস্তান্তরের ঐতিহাসিক মুহূর্ত যতই এগিয়ে আসছে, অভ্যন্তরীণ অস্থিতির আশায় উদ্বুদ্ধ তিব্বতিরা ততই প্রতিবাদের তীব্রতা বাড়াচ্ছেন।

নিউ ইয়র্ক
গিলবার্টো ভাল নিউ ইয়র্কের এক পুলিশ অফিসার। বয়স ২৮। এফ বি আই তাঁকে গ্রেফতার করল। অভিযোগ? তিনি মেয়েদের অপহরণ করে, ধর্ষণ করে, অত্যাচার করে খুন করেন এবং তাঁদের দেহের বিভিন্ন অঙ্গ রেঁধে খান। তাঁর ইমেল-বার্তা পড়ে জানা গিয়েছে, আরও দু’এক জনের সঙ্গে এই বিষয়ে নিয়মিত আলোচনা করেছেন তিনি, পেশাদার অপহরণকারী হওয়ার ব্যাপারেও চিন্তা করছিলেন। মানুষ কী পারে না, ভেবে দেখার।

শেষ পাত
ব্রাজিলের ২০ বছর বয়সী ছাত্রী ক্যাটারিনা ম্যাগ্লিয়োরিনি নিজের একটি সম্পত্তি অনলাইন নিলামে চড়িয়েছিলেন। দাম উঠল সাত লক্ষ আশি হাজার ডলার। কিনলেন এক জাপানি। এক ভারতীয়ও অনেক দূর লড়ে শেষে হাল ছেড়ে দেন। কী বেচা-কেনা হল? ক্যাটারিনার কুমারিত্ব। ক্যাটারিনার জীবনের প্রথম যৌনসঙ্গী হবেন এই জাপানি ভদ্রলোক। প্রশ্ন হল, ক্যাটারিনাকে কি তবে যৌনকর্মী বলা চলে? এই তকমা মানতে নারাজ তিনি। বলেছেন, এই এক বারই তো টাকার বিনিময়ে যৌনতা করছেন। তাঁদের যৌনতার দৃশ্যের ভিডিয়ো তুলে ডকুমেন্টারি তৈরি হবে। সেই ভিডিয়ো-স্বত্ব ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে চড়া দামে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.