বিমান থেকে নামিয়ে জেরা ইমরানকে
সংবাদসংস্থা • টরন্টো |
টরন্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে হেনস্থা করার অভিযোগ উঠল মার্কিন অভিবাসন দফতরের বিরুদ্ধে। শনিবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সূত্রে এই খবর জানা গিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান শুক্রবার দলেরই তহবিল গঠনের একটি অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। কিন্তু পাকিস্তানে মার্কিন ড্রোন হানার বিষয়ে ইমরানের মতামত জানার জন্য টরন্টোয় তাঁকে বিমান থেকে নামিয়ে জেরা করেন অভিবাসন দফতরের কর্তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। তার পরে তাঁকে ছাড়া হয়। এই ঘটনায় ক্ষুব্ধ প্রাক্তন পাক ক্রিকেটার। টুইটে তিনি বলেছেন, “পাকিস্তানে ড্রোন হামলার বিষয়ে আমার মতামত জানার জন্য টরন্টোয় আমাকে বিমান থেকে নামিয়ে জেরা করা হয়। কিন্তু এই বিষয়ে আমার মত সকলের জানা। ড্রোন হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।” |
আমেরিকার দিকে সরে যাচ্ছে হ্যারিকেন স্যান্ডি
সংবাদসংস্থা • মায়ামি |
হ্যারিকেন স্যান্ডির তাণ্ডবে ক্যারিবিয়ান সমুদ্র এলাকায় মারা গিয়েছেন ৪৪ জন। এ বার আমেরিকার পূর্ব উপকূলে আছড়ে পড়তে চলেছে স্যান্ডি। যদিও তার শক্তি কমে গেছে। ক্রান্তীয় ঝড়ের আকার নিয়েছে সে। নাম স্যান্ডি হলেও তার ডাকনাম দেওয়া হয়েছে ‘ফ্র্যাঙ্কেনস্টর্ম’। ভার্জিনিয়া ও ম্যাসাচুসেটসের মাঝামাঝি কোনও জায়গা দিয়ে ঝড়টি ঢুকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ৬ নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই ঝড়ের আশঙ্কায় অসুবিধায় পড়েছে বারাক ওবামা ও মিট রোমনির দল। নির্বাচনী প্রচার বন্ধ করে ঝড়ের প্রস্তুতিতে হাত লাগিয়েছে দু’টি দলই। |
ইরাকে বিস্ফোরণ, নিহত পাঁচ
সংবাদসংস্থা • বাগদাদ |
ঈদের ছুটির মধ্যেই শনিবার একের পর এক বোমা বিস্ফোরণ হয়েছে ইরাকে। মামালের বাজারে বিস্ফোরণে ৩ শিশু ও ১ মহিলা-সহ ৫ জন নিহত হয়েছেন। জখম ১৩ জন। তাজি শহরে মিনিবাস বোমায় মারা গিয়েছেন কমপক্ষে ৫ জন তীর্থযাত্রী। ১২ জন আহত হয়েছেন। তুজ শহরে গাড়ি বোমা বিস্ফোরণে আহত ৮ জন। |
ঈদের অভিনন্দন
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
আমেরিকায় বসবাসকারী ও সারা বিশ্বের মুসলিমদের ঈদুজ্জোহার অভিনন্দন জানালেন বারাক ও মিশেল ওবামা। |