খাঁচা পেতে সুন্দরবনের লোকালয় থেকে একটি বাঘিনিকে ধরল বন দফতর। গত মঙ্গলবার দুপুরে সুন্দরবনের পিরখালি-১ জঙ্গল থেকে বেরিয়ে গোমর নদী সাঁতরে উল্টো দিকে গোসাবার দুলকি গ্রামে ঢুকে পড়ে একটি বাঘিনি। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে গ্রামের এক ধার জাল দিয়ে ঘিরে খাঁচা পাতেন। রাতেই খাঁচায় ধরা পড়ে বাঘিনিটি। বৃহস্পতিবার সকালে বাঘিনিটিকে গোসাবার চাঁদখালি-২ জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর প্রশান্তকুমার পণ্ডিত বলেন, “বছর সাতেকের বাঘিনিটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সে সুস্থ থাকায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।”
|
এ বার হাতির হানায় এখনও পর্যন্ত প্রায় ১৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে বন দফতর সূত্রে খবর। সঙ্গে ৫-৬টি মাটির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। দলমা থেকে আসা হাতির দলটি ধীরে ধীরে রামগড়ের দিকে এগোচ্ছে। বন দফতরের রূপনারায়ণ বিভাগের এডিএফও বিকাশরঞ্জন চক্রবর্তী বলেন, “ক্ষয়ক্ষতির হিসেব চলছে। প্রায় ১৫ হেক্টর জমির ফসল ও ৫-৬টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।” গত ১৭ অক্টোবর বিকেলে বাঁকুড়ার বাঁকাদহ থেকে হাতির একটি দল গড়বেতার উপরজবা-শ্যামনগর এলাকায় ঢুকে পড়ে। দলটিতে ১৩০টি থেকে ১৪০টি হাতি রয়েছে। শুক্রবার সকাল থেকে হাতির দলটি মুড়াকাটি, শালুকা প্রভৃতি এলাকা পেরিয়ে রামগড়ের দিকে এগোতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে দাগাশোল, দেবগ্রাম, অমলাবতী। গত মঙ্গলবার গভীর রাতে বেলাবনি-বাবুইবাসা সংলগ্ন এলাকায় একটি হাতি বাচ্চা প্রসব করেছিল। বন দফতরের এক আধিকারিক বলেন, “এরফলে হাতির দলটির গতিও কমে গিয়েছে। বাচ্চাটিকে একটি দল কয়েকদিন ধরে ঘিরে রেখেছিল।”
|
বিসর্জন শোভা যাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম বাজানো নিয়ে অভিযোগ তুলল অভিভাবক মঞ্চ। শুক্রবার মঞ্চের তরফে ডিজে সাউন্ড সিস্টেম নিয়ে আলিপুরদুয়ার জংশনের একটি ক্লাবের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়। মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “ডিজে সাউন্ড সিস্টেম বাজানোয় বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছি।” অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, কোনও সাউন্ড সিস্টেম বাজানোয় আপত্তি নেই। তবে সেই শব্দ যাতে নিদিষ্ট সীমা অতিক্রম না করে তা দেখতে হবে। শব্দ মাপার যন্ত্র আলিপুরদুয়ারে না থাকায় তা মাপা সম্ভব নয়। অভিযোগ জমা পড়ায় বিষয়টি খতিয়ে দেখা হবে।
|
সিপচু বিটের চাপড়ামারি-২ কম্পার্টমেন্ট এলাকার জঙ্গল থেকে মিলল একটি বাইসনের দেহ। শুক্রবার। সন্দেহ, নিজেদের মধ্যে লড়াইয়ে বাইসনটি মারা যায়। |