|
|
|
|
|
|
তিনি বলেন
|
কাকাবাবু ও নীললোহিত
এক সঙ্গে উধাও! |
শৌভিক ভট্টাচার্য |
প্রসঙ্গ প্রিয় সাহিত্যিকের প্রয়াণ |
|
|
|
|
|
দিন যেমন
অসীম দাস
|
আজকের রাশি: কুম্ভ।
নক্ষত্র: পূর্বভাদ্রপদ।
শুভ রং: আকাশি, কালো, হাল্কা হলুদ ও সাদা।
এড়িয়ে চলুন: লাল ও সবুজ।
শুভ সংখ্যা: ১, ৪, ৫ ও ৮।
এড়িয়ে চলুন: ৩ ও ৬। |
আজ মায়ের শরীর চিন্তার কারণ হতে পারে। ভিন্নভাষী কারও দ্বারা উপকৃত হতে পারেন। আমদানি-রফতানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রে আস্থা হারাতে পারেন। সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। নতুন উপায়ে উপার্জনের পরিকল্পনা করতে পারেন। লিভারের সমস্যায় সতর্ক হোন। |
|
|
|
বাজার যাওয়ার আগে |
গড়িয়াহাট: আলু (চন্দ্রমুখী) ১৮, পেঁয়াজ ১৮, বেগুন ৩০, পটল ২০, টোম্যাটো ৩০, কাঁচালঙ্কা ৪০, আপেল ১৫০, বেদানা ১৫০, আনারস ৬০ (একটি), পাকা পেঁপে ২৫, ইলিশ ৭০০, ভেটকি ৩০০।
মানিকতলা: আলু (চন্দ্রমুখী) ১৭, পেঁয়াজ ১৮, বেগুন ২৫, ঢ্যাঁড়স ২০, গাঁটি কচু ২০, ঝিঙে ২৫, ক্যাপসিকাম ৫০, গাজর ৫০, টোম্যাটো ৩০, কাঁচালঙ্কা ৪০, মোসাম্বি ৬০ (ডজন), পেয়ারা ৩০, বেদানা ১৪০, আনারস ৫০ (একটি), পাকা পেঁপে ৩০, কাটা পোনা ২০০, ইলিশ ৫০০, পমফ্রেট ৩৫০। |
|
|
|
সতর্ক থাকুন |
|
কলকাতার রাস্তাঘাটের অবস্থা জানতে ‘এসএমএস গপশপ’-এর আওতায় ‘রেজিস্ট্রেশন’ করলেই চলবে।
মোবাইলে ‘KP’ টাইপ করে তা ০৯২১৯৫৯২১৯৫ নম্বরে পাঠিয়ে দিলেই জানা যাবে বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা।
এসএমএস করে রাস্তার হাল জেনে নিন। ‘TRF’ লিখে ৫৭৫৭৫৬ নম্বরে পাঠিয়ে দিলেই
কোথায় কেমন যানজট, জানিয়ে দেবে ট্রাফিক পুলিশ।
ট্যাক্সিচালক প্রত্যাখ্যান করলেও ওই নম্বরে এসএমএস করুন বা ফোন করুন ১০৭৩ (টোল-ফ্রি) নম্বরে। |
|
|
|
|
|
৫০ বছর আগে
|
রেস্তোরাঁয় মরা মুরগি
বে-আইনী কষাইখানা হইতে মহানগরীর বহু হোটেল রেস্তোঁরায় মরা মুরগী সরবরাহের অভিযোগ উঠিতেছে। কর্পোরেশনের হেলথ অফিসার ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অবলম্বন করিয়াছেন। কর্পোরেশনের কমিশনার শ্রীসুনীল বরণ রায় সম্প্রতি নিউ মার্কেটে আকস্মিক হানা দিয়া কয়েকটি বে-আইনী কষাইখানার সন্ধান পাইয়াছেন।
—আনন্দবাজার পত্রিকা, ২৬ অক্টোবর ১৯৬২। বানান ও ভাষা অপরিবর্তিত রেখে সংক্ষেপিত। |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|