হাওড়ার বাসস্ট্যান্ড সংলগ্ন ‘টুডে’ লজে আজ ভয়াবহ আগুন লাগে। লজের ৬ নম্বর ঘর থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন লজের কর্মচারীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হননি বলে জানা গিয়েছে। লজের সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
|
এগরায় বাস দুর্ঘটনা, মৃত ১ |
আজ সকালে বাস দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের এগরায়। রাস্তা পার হওয়ার সময় বাসটি ধাক্কা মারে এক মহিলাকে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই মহিলার। আহত হন আরও ২০ জন যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এগরা-কাঁথি সড়ক অবরোধ করে বিক্ষোভে দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গিয়েছে।
|
বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ |
নদিয়ার কালীরহাটের কাছে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে কালীরহাটের ৩৪ নম্বর জাতীয় সড়কে। বাসটি কলকাতা থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
|